ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

নিজ বিভাগের ফুলেল শুভেচ্ছা পেলেন ঢাবি উপাচার্য

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৯ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৫
নিজ বিভাগের ফুলেল শুভেচ্ছা পেলেন ঢাবি উপাচার্য ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা বিশ্ববিদ্যালয়: ‘বিশ্ব শিক্ষক দিবস পুরস্কার-২০১৫’ লাভ করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিককে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ। তিনি এ বিভাগেরই শিক্ষক।


 
সাংবাদিকতা বিভাগের চেয়ারপারসন অধ্যাপক মফিজুর রহমানের নেতৃত্বে বুধবার (০৭ অক্টোবর) বিকেলে উপাচার্য কার্যালয়ে তাকে শুভেচ্ছা জানান বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।
 
এ সময় উপস্থিত ছিলেন বিভাগের সাবেক চেয়ারপারসন অধ্যাপক ড. আখতার সুলতানা, অধ্যাপক ড. আবুল মনসুর আহমেদসহ বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা।
 
দেশের শিক্ষা ও গবেষণা উন্নয়নে বিশেষ অবদানের জন্য ‘বিশ্ব শিক্ষক দিবস অ্যাওয়ার্ড-২০১৫’ লাভ করেন অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

সোমবার (০৫ অক্টোবর ২০১৫) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপাচার্যের হাতে এ অ্যাওয়ার্ড তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।  
 
বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৫
এসএ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।