নড়াইল: সারাদেশের মতো নড়াইলেও বছরের প্রথম দিনে নতুন বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার (১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে বই বিতরণ করেন জেলা প্রশাসক মো. হেলাল মাহমুদ শরীফ।
এরপর নড়াইল সরকারি উচ্চ বালক বিদ্যালয়ে এবং নড়াইল পৌর মাধ্যমিক বিদ্যালয়ে ছেলে মেয়েদের মধ্যে নতুন বই বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসিমা খাতুন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আমিনুল ইসলাম টুকু, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. ফজলুল হক প্রমুখ।
প্রতিটি স্কুলে আনুষ্ঠানিকভাবে সব শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এ বছর জেলার তিনটি উপজেলায় মোট ১৯৭টি শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ১১ লাখ বই বিতরণ করা হবে।
বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৬
আরএ