রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসগুলোতে নিরাপত্তা বাড়ানো দাবি জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। সম্প্রতি শিক্ষার্থী হত্যা, ল্যাপটপ-মোবাইল ফোন-বাই সাইকেলসহ মূল্যবান জিনিসপত্র চুরির প্রেক্ষিতে এ দাবি জানানো হয়।
বুধবার (২৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করে।
শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে নিজেদের কক্ষেও আমরা নিরাপদ নই। হত্যা, চুরিসহ নানা ধরনের অপ্রীতিকর অব্যহতভাবে ঘটে চলেছে। অথচ এসব বিষয়ে প্রশাসন উদাসীন!
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহফুজ মুন্না, হবিবুর রহমান, মাসুদুর রহমান সোহেল, আবুল কালাম আজাদ, মুমিনুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৬
এটি