ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

খাগড়াছড়ির ৪৬ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৭
খাগড়াছড়ির ৪৬ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবি ৪৬ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবি

খাগড়াছড়ি: খাগড়াছড়ির ৭টি উপজেলার ৪৬টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে শিক্ষকরা সংবাদ সম্মেলন করেছেন।  

রোববার (২৬ ফেব্রুয়ারি) সকালে খাগড়াছড়ি প্রেসক্লাব হল রুমে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা এ সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন-হিল ফ্লাওয়ার বর্ডার গার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলাউদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন-খাগড়াছড়ির বোয়ালখালী মন্তলা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অনন্ত লাল চাকমা, দক্ষিণ ভুয়াছড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরন্নবী, উত্তর গঞ্জপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসা প্রমুখ।

সংবাদ সম্মেলন থেকে বলা হয়, তিন পার্বত্য জেলায় ইউএনডিপি সিএইচটিডিএফ এর প্রকল্পভুক্ত ২১০টি বিদ্যালয়কে জাতীয়করণ করার ঘোষণা দিলেও স্কুল ম্যানেজম্যন্ট কমিটি (এসএমসি) কর্তৃক পরিচালিত ৪৬টি বিদ্যালয় জাতীয়করণের ঘোষণা আসেনি।

বাদ পড়া ৪৬টি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ ও তৃতীয় ধাপে অর্ন্তভুক্তির জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা।

বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।