ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বরিশাল বিশ্ববিদ্যালয়ে শারদীয় ও আশুরার ছুটি শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৭
বরিশাল বিশ্ববিদ্যালয়ে শারদীয় ও আশুরার ছুটি শুরু

বরিশাল: শারদীয় দুর্গোৎসব ও আশুরা উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে রোববার (২৪ সেপ্টেম্বর) থেকে ছুটি শুরু হয়েছে।

দুর্গাপূজা উপলক্ষে একাডেমিক তথা ক্লাশ কার্যক্রমের ছুটি ২৪ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত (বৃহস্পতিবার) এবং প্রশাসনিক তথা অফিস কার্যক্রমের ছুটি ২৬ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত।

এছাড়াও আশুরা উপলক্ষে আগামী ১ অক্টোবর (রবিবার) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে ছুটি থাকবে।

 

ছুটি শেষে ২ অক্টোবর (সোমবার) যথারীতি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শুরু হবে।

বিশ্ববিদ্যালয় ছুটির সময়ে ডেসপ্যাচ শাখা ও সিকিউরিটিসহ অন্যান্য জরুরি সেবাগুলো বলবৎ থাকবে।  

এদিকে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর  ড. এস এম ইমামুল হক হিন্দু ধর্মাম্বলীদের শুভেচ্ছা জানিয়েছেন। এ উপলক্ষে তিনি বলেন, সার্বজনীন দুর্গোৎসব আপনাদের জীবনে বয়ে আনুক আনন্দ, সফলতা ও সর্বময় কল্যাণ, এ প্রত্যাশা।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৭
এমএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।