ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বেরোবি রিভারাইন পিপল’র উদ্যোগে নদী দিবস পালন

বেরোবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৭
বেরোবি রিভারাইন পিপল’র উদ্যোগে নদী দিবস পালন

বেরোবি (রংপুর): বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) রিভারাইন পিপল শাখার আয়োজনে ‘বিশ্ব নদী দিবস-২০১৭’ পালন করা হয়েছে।

রোববার (২৪ সেপ্টেম্বর) দিবসটি উপলক্ষে বেরোবি ‘রিভারাইন পিপল’ কর্মীদের অংশগ্রহণে রংপুরের ইছামতী নদী বাঁচাওয়ের দাবিতে মানববন্ধনের আয়োজন করা হয়। ইছামতী নদী সংলগ্ন মাহীগঞ্জ আফান উল্লাহ উচ বিদ্যালয় মাঠে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

আফান উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে শিক্ষার্থীদের উদ্দেশ্যে সচতনতা বৃদ্ধিমূলক বক্তব্য রাখেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও রিভারাইন পিপল’র পরিচালক ড. তুহিন ওয়াদুদ, স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি আব্দুর রহমান, রিভারাইন কর্মী সৃষ্টি সরকার, রুবেল আহমেদ প্রমুখ।

এ সময় বক্তারা প্রায় বিলুপ্ত ইছামতী নদী বাঁচাতে সরকারের সুদৃষ্টি কামনা করেন।  

বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪,২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।