ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবি ছাত্রলীগ সম্পাদকের ছাত্রত্ব বাতিল

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৭
শাবিপ্রবি ছাত্রলীগ সম্পাদকের ছাত্রত্ব বাতিল

শাবিপ্রবি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সাধারণ সম্পাদক ইমরান খানের ছাত্রত্ব বাতিল করা হয়েছে। গত মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) একাডেমিক কাউন্সিলের ১৪৯তম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

এক সপ্তাহ পর মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) ছাত্রত্ব বাতিলের বিষয়টি নিশ্চিত করেন রেজিস্ট্রার ইশফাকুল হোসেন ও ইমরান খান নিজেই।

অনিয়মিত ছাত্রদের জন্য নতুন নীতিমালায় ইমরান খানের পাশাপাশি ছাত্রত্ব বাতিল হয়েছে শিক্ষার্থী মেহেদী হাসান শিবলীর।

তারা উভয়ই পরিসংখ্যান বিভাগের ২০০৯-১০ সেশনের শিক্ষার্থী।

২০০৯ সালে ভর্তির পর ৮ বছরে মাত্র ২৪ ক্রেডিট কোর্স সম্পন্ন করেছেন ইমরান, যা মোট ১৪০ ক্রেডিট কোর্সের মাত্র ১৭ শতাংশ। আর মেহেদী হাসান সম্পন্ন করেছেন ৫০ ভাগ।
 
এ বিষয়ে রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসেন জানান, নতুন নীতিমালায় ইমরান খান ও মেহেদী হাসানের ছাত্রত্ব বাতিল হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় এ বিষয়ে ইমরান খান বলেন, আমার বিশ্ববিদ্যালয় শিক্ষা জীবনে আমি চার বছরেরও বেশি সময় দেশ-বিদেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলাম। ছাত্রত্ব বাতিল হওয়ায় আমি পুনরায় ভর্তির আবেদন করবো।

ইমরান ২০১০ সাল থেকে ২০১৩ সালের মে মাস এবং ২০১৫ সালের মার্চ থেকে এখনও ক্যাম্পাসে অবস্থান করছেন।

ছাত্রত্ব বাতিল হওয়া মেহেদী হাসানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।