ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বরিশালের ঐতিহ্যবাহী এ.কে স্কুলকে জাতীয়করণের দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৭
বরিশালের ঐতিহ্যবাহী এ.কে স্কুলকে জাতীয়করণের দাবি স্কুল জাতীয়করণের দাবিতে মানববন্ধন

বরিশাল: বরিশাল নগরের গীর্জামহল্লায় অবস্থিত ঐতিহ্যবাহী আছমত আলী খান ইনস্টিটিউশন (এ.কে স্কুল) জাতীয়করণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার (সেপ্টেম্বর ২৭) বেলা সাড়ে ১১ টায় নগরের সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

স্কুলের কার্যনির্বাহী কমিটি, শিক্ষক-কর্মচারী এবং প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের আয়োজনে মানববন্ধনে সভাপতিত্ব করেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি এ্যাড. সৈয়দ গোলাম মাসউদ বাবলু।

এ সময় বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক এইচএম জসিমউদ্দিন, প্রাক্তন ছাত্র ও দক্ষিণ জেলা বিএনপি’র সভাপতি এবায়েদুল হক চাঁন, মো. শফিকুর রহমান, মো. মনির হোসেন, মো. আবুল খায়ের সবুজ, শিক্ষক কে.এম তরিকুল ইসলাম, বর্তমান ছাত্র মো. হুমায়ুন কবির এবং সহকারী শিক্ষক রতন কুমার মজুমদার প্রমুখ।

বক্তারা বলেন, ১৯১৩ সালে প্রতিষ্ঠার পর থেকে আছমত আলী খান ইনস্টিটিউশন বরিশাল নগরীতে শিক্ষার আলো জ্বালিয়ে আসছে। স্কুলটি জাতীয়করণের জন্য সরকারের শিক্ষামন্ত্রী এবং প্রধানমন্ত্রীর সু-দৃষ্টি কামনা করেন বক্তারা।

বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৭
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।