ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ভর্তির আবেদন ফরমের দাম কমানোর দাবি ইবি ছাত্রলীগের

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২১ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৭
ভর্তির আবেদন ফরমের দাম কমানোর দাবি ইবি ছাত্রলীগের

ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের সম্মান ১ম বর্ষের ভর্তির আবেদনের ফরমের দাম কমানোর দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

দলীয় সূত্রে জানা যায়, শনিবার (৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে ছাত্রলীগের সভাপতি শাহিনুর রহমান শাহিন ও সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিমের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা বিশ^বিদ্যালয়ের উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষের সঙ্গে সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহার কাছে ভর্তির আবেদন ফরমের দাম কমানোর দাবি জানান।

তবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রশিক্ষণে যোগ দিতে বগুড়ায় অবস্থান করায় ছাত্রলীগের নেতাকর্মীরা উপাচার্যের দপ্তরে যেতে পারেননি।

উল্লেখ্য গত ৪ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় নতুন শিক্ষাবর্ষের শিক্ষার্থী ভর্তির আবেদন ১৫ অক্টোবর থেকে শুরু করার সিদ্ধান্ত নেয়। একই সঙ্গে প্রতিটি ভর্তি আবেদন ফরমের দাম ৪৫০ টাকা থেকে ৫০ টাকা বাড়িয়ে ৫০০ টাকা করার সিদ্ধান্ত নেয়া হয়। ফরমের দাম বৃদ্ধি করায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন মহলে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, ০৭ অক্টোবর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।