ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবি শিক্ষককে মারপিটের ঘটনায় তদন্ত কমিটি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫২ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৭
রাবি শিক্ষককে মারপিটের ঘটনায় তদন্ত কমিটি

রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) ছাত্রের হাতে শিক্ষক লাঞ্ছিত হওয়ার ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

তদন্ত কমিটি সদস্যরা ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সাক্ষাতকার ও তথ্য উপাত্ত সংগ্রহ করছেন বলেও জানা গেছে।

গত ৪ অক্টোবর রসায়ন বিভাগের শিক্ষক অধ্যাপক চৌধুরী জাকারিয়াকে আহ্বায়ক করে এ কমিটি গঠন করা হয়।

তবে রোববার (০৮ অক্টোবর) বিষয়টি জানাজানি হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন- আইন বিভাগের শিক্ষক অধ্যাপক হাসিবুল আলম প্রধান ও অর্থনীতি বিভাগের শিক্ষক সহযোগী অধ্যাপক ড. আবু শামস রেজাউল হাসান করিম বকশী।

তদন্ত কমিটির প্রধান অধ্যাপক চৌধুরী জাকারিয়া বলেন, ‘তদন্ত কমিটির কাজ চলছে। প্রশাসন যে সময় দিয়েছে, আশা করি নির্দিষ্টি সময়ের মধ্যেই তদন্ত কাজ শেষ করতে পারবো। ’

হামলার শিকার অধ্যাপক হাছানাত আলী বলেন, ‘আমাকে আগামী ১০ তারিখে সাক্ষাতের জন্য ডেকেছে। আশা করি সুষ্ঠু তদন্তের মাধ্যেমে ওই ছাত্রের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণের সুপারিশ করবে তদন্ত কমিটি।

এর আগে গত মাসে ২৫ সেপ্টেম্বর দুপুরে (আইবিএ) শিক্ষক অধ্যাপক ড. হাছানাত আলীকে মারধর করে ওই ইনস্টিটিউটের এমবিএ ডে ৯ম ব্যাচের (স্যান্ধ্যকালীন) শিক্ষার্থী নাহিদ হায়দার।

বাংলাদেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৭
এসএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।