ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাবি ভিসির সঙ্গে স্পেনের ভার্সিটি প্রতিনিধিদের সাক্ষাৎ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৭ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৭
ঢাবি ভিসির সঙ্গে স্পেনের ভার্সিটি প্রতিনিধিদের সাক্ষাৎ ঢাবি ভিসির সঙ্গে স্পেনের ভার্সিটি প্রতিনিধিদের সাক্ষাৎ

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করেছেন স্পেনের সান্তিয়াগো দি কম্পোসতেলা ইউনিভার্সিটির তিন প্রতিনিধি। 

সোমবার (০৯ অক্টোবর) ঢাবি উপাচার্যের কার্যালয়ে এ সাক্ষা‍ৎ করেন তারা। বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিস থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্পেনের বিশ্ববিদ্যালয়টির অধ্যাপক সান্তিয়াগো ফার্নান্দেজ মসকুয়েরা’র নেতৃত্বে আসা অপর দুই অধ্যাপক হলেন— আম্পারো পোর্তা রিভাস ও অধ্যাপক ভিক্টোরিয়া ভেজকুয়েজ।

সাক্ষাৎকালে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সান্তিয়াগো দি কম্পোসতেলা  ইউনিভার্সিটি’র মধ্যে চলমান যৌথ শিক্ষা, গবেষণা ও সাংস্কৃতিক বিনিময় কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা করেন।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৭
এসআরএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।