ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবির ভর্তি পরীক্ষার ‘এ’ ও ‘আই’ ইউনিটের ফল প্রকাশ

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৩ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৭
জাবির ভর্তি পরীক্ষার ‘এ’ ও ‘আই’ ইউনিটের ফল প্রকাশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ‘এ’ ও ‘আই’ ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে।

সোমবার (১০ অক্টোবর) রাত ১২টার পর বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয় বলে জানান বিশ্ববিদ্যালয় ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা-১) ও বিশ্ববিদ্যালয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব মো. আবু হাসান।

জানা যায়, ‘এ’ ইউনিটের (গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ) ৪৩৫টি আসনের বিপরীতে প্রায় ৬৬৩৪১ জন পরীক্ষার্থী দুই দিনে ৯টি শিফটে পরীক্ষায় অংশ নেন।

 

‘এ’ ইউনিটে ২৩৮টি ছেলে ও ১৯৭টি মেয়ে (মোট ৪৩৫টি) আসনের দশগুণ হিসেবে ফলাফল প্রকাশ করা হয়েছে।

অন্যদিকে ‘আই’  ইউনিটে (বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট) ৩০টি আসনের বিপরীতে প্রায় ৫৫৯৩ জন পরীক্ষার্থী অংশ নেন।  

‘আই’ ইউনিটে  ১৫টি ছেলে ও ১৫টি মেয়ে আসনের দশগুণ ফলাফল প্রকাশ করা হয়েছে।

ফলাফল বিশ্ববিদ্যালয়ে ওয়েবসাইট ju-admission.org  পাওয়া যাবে। এছাড়া বিভিন্ন অনুষদের ডিন অফিসের নোটিশ বোর্ডে পাওয়া যাবে।

বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৭
বিএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।