ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

হাবিপ্রবিতে এমবিএ ৯ম ব্যাচের ওরিয়েন্টেশন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৫ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৭
হাবিপ্রবিতে এমবিএ ৯ম ব্যাচের ওরিয়েন্টেশন

দিনাজপুর: হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) বিজনেস স্টাডিজ অনুষদের তত্ত্বাবধায়নে পরিচালিত সান্ধ্যকালীন এমবিএ ৯ম ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন হয়েছে।

শুক্রবার (১৩ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-২ এ ওরিয়েন্টেশন কর্মসূচি অনুষ্ঠিত

হয়।

হাবিপ্রবি বিজনেস স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. এম জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম।

অনুষ্ঠানে বিজনেস স্টাডিজ অনুষদের শিক্ষক, কর্মকর্তা, সান্ধ্যকালীন এমবিএ ৯ম ব্যাচের শিক্ষার্থীরাও হাবিপ্রবি’র শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শনিবার থেকে সান্ধ্যকালীন এমবিএ ৯ম ব্যাচের ক্লাস কার্যক্রম শুরু হবে।

বাংলাদেশ সময়: ০২১৪ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৭
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।