ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শুধু সরকারি ব্যবস্থায় শিক্ষার উন্নতি সম্ভব নয়

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৮ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৭
শুধু সরকারি ব্যবস্থায় শিক্ষার উন্নতি সম্ভব নয় কিন্ডারগার্টেন শিক্ষক সমাবেশে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান। ছবি: সুমন

ঢাকা: শুধু সরকারি ব্যবস্থায় শিক্ষার উন্নতি সম্ভব নয়। এর মান উন্নয়নে সকলকে এগিয়ে আসতে হবে।

শনিবার (১৪ অক্টোবর) জাতীয় জাদুঘর মিলনায়তনে  কিন্ডারগার্টেন শিক্ষক সমাবেশ-২০১৭ এ প্রধান অতিথির বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান এ কথা বলেন।

তিনি বলেন, মানসম্মত শিক্ষার অভাবের জন্য মাঝে মাঝে মানুষ হিংস্র হয়ে উঠছে।

ধর্মের নামে কেউ কেউ সন্ত্রাস করছে। বাজারে পণ্যের দাম বেশী হলে শেখ হাসিনার বদনাম হচ্ছে। কিন্তু দাম কমলে নাম হচ্ছে না।

গণশিক্ষা মন্ত্রী বলেন, সামর্থবান অভিভাবকরা কিন্ডারগার্টেন এ শিশুদের পড়াতে চান। কারা ভালো পড়ায়, প্রাথমিক শিক্ষা না কিন্ডারগার্টেন?  তবে এ ধরনের প্রতিযোগিতা দেশের শিক্ষার জন্য সুস্থ লক্ষণ। কিন্ডারগার্টেন এ যেভাবে পড়া আদায় করা যায় সেভাবে সরকারি প্রতিষ্ঠানে আমরা পড়া আদায় করতে পারি নাই। তারপরেও তারা বলেন শুধু, বেতন বাড়ান। আপনারা তো কিছু না পেয়েও শিক্ষা দিয়ে যাচ্ছেন।

কিন্ডারগার্টেন এসোসিয়েশন উপদেষ্টা সৈয়দ মার্গুব মোর্শেদ সমাবেশে সভাপতিত্ব করেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মীজানুর রহমান বলেন, শত শত বছর ধরে ইউরোপ-আমেরিকায় কিন্ডারগার্টেন টিকে আছে।

তিনি প্রশ্ন তোলেন, ট্রেড লাইসেন্স কেমন করে কিন্ডারগার্টেন এ এলো। এটি তো ট্রেড নয়। এটি পেশা। তিনি এটা বাতিলের দাবি জানান।

কিন্ডারগার্টেন শিক্ষকদের স্বীকৃতি ও নিবন্ধন দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

কিন্ডারগার্টেন এসোসিয়েশন মহাসচিব মনোয়ারা ভুঞা কিন্ডারগার্টেন ট্রেড লাইসেন্স বাতিল করার দাবি জানান। সঙ্গে কিন্ডারগার্টেনকে নিবন্ধনের আওতায় আনা ও শিক্ষক প্রশিক্ষণ এবং বিদ্যুৎ বিল ও ভ্যাট প্রত্যাহারেরও দাবি জানান তিনি।

বাংলাদেশ সময়ঃ ১৮৫০ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৭
কেজেড/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।