ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জেএসসি: শেষ দিনে দিনাজপুর বোর্ডে অনুপস্থিত ৩০২৭

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৯ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৭
জেএসসি: শেষ দিনে দিনাজপুর বোর্ডে অনুপস্থিত ৩০২৭

দিনাজপুর: দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার শেষ দিনে বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

এ দিনের পরীক্ষায় ৩ হাজার ২৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। অনুপস্থিতির হার ছিল ১ দশমিক ৩৬ শতাংশ।

তবে শেষ দিনে কোনো পরীক্ষার্থী বহিষ্কার হয়নি বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দিনাজপুর শিক্ষাবোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. হারুন-অর-রশীদ মন্ডল বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, জেএসসি পরীক্ষার শেষ দিনে পরীক্ষায় ২ লাখ ২৩ হাজার ১৩৫ জন পরীক্ষার্থীর মধ্যে ২ লাখ ২০ হাজার ১০৮ জন উপস্থিত ছিল। অনুপস্থিত ছিল ৩ হাজার ২৭ জন পরীক্ষার্থী। তবে এদিনের পরীক্ষায় কোনো পরীক্ষার্থী বহিষ্কার হয়নি বলে জানান তিনি।

এছাড়া শেষ দিনের এ পরীক্ষায়- রংপুর জেলায় ৫০৮ জন, গাইবান্ধায় ৩৭২, নীলফামারীতে ৩১১, কুড়িগ্রামে ৪৩০, লালমনিরহাটে ২৫৯, দিনাজপুরে ৫৪৭, ঠাকুরগাঁওয়ে ৪০৯ এবং পঞ্চগড় জেলায় ১৯১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে রংপুর বিভাগের ৮টি জেলা নিয়ে গঠিত এই শিক্ষাবোর্ডের ৩ হাজার ১৭৩ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ২৫৯টি পরীক্ষা কেন্দ্রের মাধ্যমে জেএসসি পরীক্ষায় অংশ নিয়েছে।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৭
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।