ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবিতে জিওগ্রাফিক্যাল কনফারেন্স ২৪ নভেম্বর

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪০ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৭
জাবিতে জিওগ্রাফিক্যাল কনফারেন্স ২৪ নভেম্বর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ১৫তম বাংলাদেশ ইন্টারন্যাশনাল জিওগ্রাফিক্যাল কনফারেন্স ২০১৭ অনুষ্ঠিত হবে ২৪ নভেম্বর।

ভূগোল ও পরিবেশ বিভাগ এবং বাংলাদেশ ন্যাশনাল জিওগ্রাফিক্যাল অ্যাসোসিয়েশন (বিএনজিএ) এ কনফারেন্স আয়োজন করছে।

রোববার (১৯ নভেম্বর) কনফারেন্সের আহ্বায়ক ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক মো. নূরুল ইসলাম বাংলানিউজকে এ জানান।

তিনি বলেন, আগামী ২৪ নভেম্বর সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে ১৫তম বাংলাদেশ ইন্টারন্যাশনাল জিওগ্রাফিক্যাল কনফারেন্স-২০১৭ অনুষ্ঠিত হবে। ‘ওয়াটার ইস্যুজ অ্যান্ড সাসটেইনেবল ডেভেপমেন্ট’ নিয়ে বক্তরা এতে আলোচনা করবেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান। বিশেষ অতিথি হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. আবুল হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. আমির হোসেন ও কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হক উপস্থিত থাকবেন।

কনফারেন্সে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রঞ্জন বসু মূল প্রবন্ধ উপস্থাপন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ ন্যাশনাল জিওগ্রাফিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএনজিএ) সভাপতি অধ্যাপক সৈয়দ রফিকুল আলম রুমি।

বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।