ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ফেনীতে প্রাথমিকে পাসের হার ৯৭.৬৭

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৭ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৭
ফেনীতে প্রাথমিকে পাসের হার ৯৭.৬৭

ফেনী: ফেনীতে প্রাথমিক শিক্ষা সমাপনীতে গড় পাসের হার ৯৭.৬৭। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৪শ ৪১ জন।

শনিবার (৩০ ডিসেম্বর) জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিলকিস আরা বেগম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গতবারের তুলনায় এবার পাসের হার এক ধাপ পিছিয়েছে।

গতবার জেলা প্রাথমিক শিক্ষা সমাপনীতে পাসের হার ছিলো ৯৮.৫৫। এবার জেলার ৬১টি কেন্দ্রে ৮৯২টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২৫ হাজার ৮শ ৩জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করে ২৫ হাজার দুইশ’ তিনজন।

গতবার শিক্ষা সমাপনী পরীক্ষায় ফেনীর ছয় উপজেলার ২৭ হাজার ৮২জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাস করে ২৬ হাজার ৬৯২ জন। ফেল করেছিলো ৩৯০ জন। এবার ফেলের সংখ্যাও বেড়েছে। এবার ৬০০ শিক্ষার্থী ফেল করেছে।

তেমনি কমেছে জিপিএ-৫ এর সংখ্যা। প্রাথমিক শিক্ষা সমাপনীতে জেলায় এবার জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৪শ ৪১ জন। গতবার পেয়েছিলো জিপিএ-৫ পেয়েছিলো ২ হাজার ৪শ’ ৬৯ জন।

অন্যদিকে ইবতেদায়ি শিক্ষা সমাপনীতে গড় পাসের হার ৮৮ দশমিক ২৭। গতবারে ছিলো ৯৪ দশমিক ০১ ভাগ। এবার ইবতেদায়ি সমাপনীতে জেলার ১২৮টি কেন্দ্র থেকে অংশ নিয়েছিলো ৭ হাজার ৪শ ৯৩জন শিক্ষার্থী। এরমধ্যে পাস করেছে ৭ হাজার ৭১ শিক্ষার্থী। গতবার ইবতেদায়িতে জেলায় ৭ হাজার ৪৭ জন অংশ নিয়ে পাস করে ৬ হাজার ৬২৫ জন। গতবার ফেল করেছে ৪২২ জন। এবার ফেল করেছে ৮২৯ জন। ইবতেদায়ি শিক্ষা সমাপনীতে জেলায় এবার জিপিএ-৫ পেয়েছে ৫৩ জন। গতবার জিপিএ-৫ পেয়েছিলো ১৪৭ জন।

বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৭
এসএইচডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।