সোমবার (২৬ নভেম্বর) দুপুর ১২টায় সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজ শাখার ব্যানারে ক্যাম্পাস থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাস ঘুরে জিরোপয়েন্টে এসে শেষ হয়।
পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে শিক্ষার্থীরা বলেন, প্রতিবছর পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত ফি আদায় করছে কলেজ কর্তৃপক্ষ। আন্দোলন করলেও কর্তৃপক্ষ তা কর্ণপাত করছে না। এছাড়া বিভিন্ন খাতের নামে অর্থ আদায় করছে কলেজ কর্তৃপক্ষ।
সমাবেশ থেকে শিক্ষার্থীরা অথিরিক্ত ফি আদায় বন্ধ, বাকসু নির্বাচন ও শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনেরও দাবি জানান।
মিছিলে নেতৃত্ব দেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বিএম কলেজের ভারপ্রাপ্ত সভাপতি মোজাম্মেল হক সাগর, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের জেলা সভাপতি সন্তু মিত্র, সদস্য অন্বেষা দাস প্রমী, সদস্য শাওন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৮
এমএস/ওএইচ/