ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২০
রাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নৃবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী দেবজ্যোতি বসাক পার্থর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।  

শনিবার (১৯ ডিসেম্বর) সকালে পটুয়াখালী শহরে তার নিজ বাড়িতে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক বখতিয়ার আহমেদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক বখতিয়ার আহমেদ বাংলানিউজকে বলেন, যতদূর জানতে পেরেছি পার্থ আত্মহত্যা করেছেন। তার মৃত্যুর সঠিক কারণ এ পর্যন্ত জানা যায়নি। তবে তার সহপাঠীদের মাধ্যমে জেনেছি তিনি মানসিক চাপে ভুগছিলেন।

পার্থর বন্ধু বরিশাল সরকারি কলেজের শিক্ষার্থী শুভ বাংলানিউজকে বলেন, পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পটুয়াখালী সরকারি হাসপাতলে নিয়ে যান। সেখানে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পার্থর মরদেহ মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে তার শেষকৃত্য সম্পন্ন করা হবে।

তিনি আরও বলেন, পার্থ মানসিক চাপে ছিলো। সে আমাদের সঙ্গে সেটা শেয়ার করতো। হঠাৎ করে তার এমন সিদ্ধান্ত মেনে নেওয়ার মতো নয়।

বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।