ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাবি শিক্ষার্থীদের টিকা গ্রহণের তথ্য দেওয়ার আহ্বান

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৬ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২১
ঢাবি শিক্ষার্থীদের টিকা গ্রহণের তথ্য দেওয়ার আহ্বান

ঢাকা বিশ্ববিদ্যালয়: আবাসিক হল খোলার জন্য শিক্ষার্থীদের কাছ থেকে টিকা গ্রহণের তথ্য চেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)।  

বুধবার (২৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

এতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে যারা এখনও https://ssl.du.ac.bd/studentlogin ঠিকানায়  ইনস্টিটিউশনাল ইমেইল আইডির মাধ্যমে লগইন করে ভ্যাকসিন গ্রহণ সংক্রান্ত তথ্য দেওয়া হয়নি, তাদের অতিদ্রুত এ তথ্য দেওয়ার জন্য আহ্বান জানানো যাচ্ছে। লগইন সংক্রান্ত যে কোনো সমস্যায় নিজ নিজ বিভাগ অথবা ইনস্টিটিউটের ইমেইল অ্যাডমিনের সঙ্গে যোগাযোগের জন্য শিক্ষার্থীদের অনুরোধ করা হচ্ছে।

শিক্ষার্থীদের কেউ কেউ আইসিটি সেল-এ ইমেইল পাঠানো মাধ্যমে ভ্যাকসিন গ্রহণ সংক্রান্ত তথ্য দিয়েছেন। যেটি ডাটাবেস-এ সংযুক্ত করা সম্ভব হচ্ছে না। তাই https://ssl.du.ac.bd/studentlogin ঠিকানায় ইনস্টিটিউশনাল ইমেইল আইডির মাধ্যমে লগইন করে শিক্ষার্থীদের নিজ নিজ প্রোফাইল থেকে ভ্যাকসিন গ্রহণ সংক্রান্ত তথ্য দিতে হবে।  

বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২১
এসকেবি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।