ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি অর্জনে আইইউবি’র ভূমিকা শীর্ষক ওয়েবিনার

শিক্ষা ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৩ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২১
শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি অর্জনে আইইউবি’র ভূমিকা শীর্ষক ওয়েবিনার ...

ঢাকা: ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির অ্যাডমিশন অ্যান্ড ফিন্যান্সিয়াল অফিস বুধবার (২৫ আগস্ট) শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি ও কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে আইইউবি’র ভূমিকা শীর্ষক এক ওয়েবিনার আয়োজন করে।

অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আইইউবি’র সিএসই বিভাগের প্রধান ড. মাহাদী হাসান, ক্যারিয়ার গাইডেন্স অ্যান্ড প্লেসমেন্ট এ্যান্ড এ্যালামনাই রিলেশনস অফিসের পরিচালক মোহাম্মদ নাইমুজ্জামান, অ্যাডমিশন অ্যান্ড ফিন্যান্সিয়াল অফিসের প্রধান ও উপ-পরিচালক লিমা চৌধুরী, দারাজ বাংলাদেশের (আলিবাবা গ্রুপ) ম্যানেজার (প্রোগ্রাম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন) ও আইইউবি’র সাবেক শিক্ষার্থী আমিনুর রশিদ, মিস বাংলাদেশ ২০১৮ ও আইইউবি’র বর্তমান শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস ঐশী।

আইইউবি’র সিএসই বিভাগের প্রধান ড. মাহাদী হাসান শিক্ষার্থীদের পড়াশুনার পাশাপাশি যোগাযোগ দক্ষতা, নেটওয়ার্কিং, ক্লাব এ্যাক্টিভিটির গুরুত্ব তুলে ধরেন।

আইইউবির ক্যারিয়ার গাইডেন্স অ্যান্ড প্লেসমেন্ট এ্যান্ড এ্যালামনাই রিলেশনস অফিসের পরিচালক মোহাম্মদ নাইমুজ্জামান বলেন, আইইউবি’র একজন শিক্ষার্থী যখন পড়াশুনার পাশাপাশি সিজিপি নিয়ে বের হচ্ছে, তাকে এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া যাতে অন্যদের সঙ্গে কম্পিটিশনে অনেকদূর এগিয়ে থাকে।

আইইউবি’র অ্যাডমিশন অ্যান্ড ফিন্যান্সিয়াল অফিসের প্রধান ও উপ-পরিচালক লিমা চৌধুরী করোনাকালে শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি অর্জনে আইইউবি’র নেওয়া নানাবিধ পদক্ষেপের কথা তুলে ধরেন। এই করোনার সময়ে শিক্ষার্থীদের শিক্ষামুখী করতে আইইউবি ফিনান্সিয়াল এইড অফিস কিভাবে সহায়তা করেছে সে বিষয়েও আলোকপাত করেন।

লিডারশিপ স্কিল ও কমিউনিকেশন স্কিল বা যোগাযোগ দক্ষতাকে বর্তমান চাকরির বাজারে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেন দারাজের ম্যানেজার আমিনুর রশিদ।

আলোচনায় অংশ নেন মিস বাংলাদেশ ২০১৮ ও আইউবি’র বর্তমান শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস ঐশী।

করোনাকালে নিজের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে ক্লাস পরিক্ষার ব্যস্ততার পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য ভালো রাখতে আইইউবি’র ক্লাব এ্যাক্টিভিটিসহ বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন।

প্রশ্নোত্তর পর্বে বক্তারা শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। ওয়েবিনার পরিচালনা করেন আইইউবি’র অ্যাডমিশন অ্যান্ড ফিন্যান্সিয়াল এইডের সহকারী পরিচালক প্রিয়াঙ্কা দে।

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।