ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাজধানীতে ভ্রাম্যমান বিজ্ঞান প্রদর্শনী

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৫ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২১
রাজধানীতে ভ্রাম্যমান বিজ্ঞান প্রদর্শনী

ঢাকা: রাজধানীতে শুরু হয়েছে আবাসিক এলাকা ভিত্তিক ভ্রাম্যমাণ বিজ্ঞান প্রদর্শনী। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের উদ্যোগে বিজ্ঞান শিক্ষাকে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে স্বাস্থ্যবিধি মেনে 4D(চার-ডি) মুভি বাসের মাধ্যমে এ প্রদর্শনীর আয়োজন করা হয়।

 

বৃহস্পতিবার (২৬ আগস্ট) রাজধানীর সার্কিট হাউস রোড অফিসার্স আবাসিক এলাকায় এ কার্যক্রম শুরু করা হয়।  

এর আগে দেশের বিভিন্ন জেলা-উপজেলায় শিক্ষাপ্রতিষ্ঠান ভিত্তিক ভ্রাম্যমাণ বিজ্ঞান প্রদর্শনী চালু করা হয়েছিল। করোনাকালে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় বিজ্ঞান জাদুঘর, শিক্ষার্থীদের আনন্দ দিতে এ প্রদর্শনীর আয়োজন করে।  

 এ প্রসঙ্গে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, এক বছরের বেশি সময় ধরে শিশু-কিশোর ও শিক্ষার্থীরা ঘরে বন্দি হয়ে আছে। তাদের কাছে বিজ্ঞান শিক্ষাকে উপভোগ্য করে তুলতে  এবং তাদের বিজ্ঞান উদ্ভাবনী চেতনাকে বিকশিত করার লক্ষ্যে এ আয়োজন। আশা করি এতে বিজ্ঞান শিক্ষা কার্যক্রমের নতুন দিগন্ত উন্মোচন হবে।  

তিনি আরও বলেন, বই-পুস্তকের বিজ্ঞান শিক্ষার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ কমে যাচ্ছে। তার বিকল্প হিসেবে বিজ্ঞান শিক্ষাকে জনপ্রিয় করতে ভ্রাম্যমাণ বিজ্ঞান প্রদর্শনীর বিকল্প নেই। স্বাস্থবিধি মেনে এ ধরনের আয়োজন রাজধানীর অন্যান্য আবাসিক এলাকাতেও সম্প্রসারিত করা হবে।

উল্লেখ্য, বিজ্ঞান জাদুঘরের 4D মুভি বাসে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তির বিজ্ঞান ও প্রযুক্তি ভিত্তিক বিভিন্ন ও প্রামাণ্য চিত্র। যার মাধ্যমে মহাকাশ, সমুদ্রতল, চন্দ্রাভিযান, মঙ্গল গ্রহ এবং গহীন অরণ্য সম্পর্কে নানা অজানা তথ্য জানতে পারবে।  

বাংলাদেশ সময় ঘণ্টা: ১৮১৪, আগস্ট ২৬, ২০২১
এসএমএকে/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।