ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাবিতে ছাত্রদলের মিছিলে ছাত্রলীগের হামলা

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩০ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২১
ঢাবিতে ছাত্রদলের মিছিলে ছাত্রলীগের হামলা

ঢাকা বিশ্ববিদ্যালয়: ছাত্রদলের বিক্ষোভ মিছিলে হামলা চালিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। রোববার (২৯ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিএনসিসি ভবনের সামনে এ ঘটনা ঘটে।

এতে ঢাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব আমান উল্লাহ আমানসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল ও সহ-সংগঠনিক সম্পাদক মশিউর রহমান রনিকে গ্রেফতারের প্রতিবাদ ও মুক্তির দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল বের করে ছাত্রদলের নেতাকর্মীরা। পরে মিছিলটি টিএসসি অভিমুখে রওয়ানা দিলে বিএনসিসি ভবনের সামনে ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা করে। এতে মুহসীন হল শাখা সভাপতি মামুন, ফজলুল হক হল শাখা সভাপতি মাসুম, বিশ্ববিদ্যালয় কমিটির সদস্য দিদারসহ বেশ কয়েকজন গুরুতর আহত হন। এছাড়া ইটের আঘাতে অনেকে শারীরিকভাবে আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হামলার বিষয়ে ছাত্রদলের ঢাবি শাখার আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব বলেন, আমরা শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল নিয়ে টিএসসির দিকে যাচ্ছিলাম। এ সময় বিএনসিসির সামনে ছাত্রলীগের নেতাকর্মীরা বাইক নিয়ে আমাদের ওপর হামলা চালায়। তারা হেলমেট পরে লাঠিসোঁটা নিয়ে হামলা করে। হামলার প্রতিবাদে আমরা সংবাদ সম্মেলন করবো।

বাংলাদেশ সময় ঘণ্টা: ১৩২৬ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২১
এসেকবি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।