ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে: কারিগরি সচিব

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৩ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২১
বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে: কারিগরি সচিব

ঢাকা: শিক্ষকদের নিয়ে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খানের বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বলে তিনি দাবি করেছেন।   

ভুলভাবে উপস্থাপন করা বক্তব্য নিয়ে শিক্ষা ক্যাডারের বিবৃতিতে মমর্মাহত হয়েছেন বলে আমিনুল ইসলাম এক বিবৃতিতে জানিয়েছেন।

 

রোববার (২৯ আগস্ট) এক বিবৃতিতে জানানো হয়, একটি পত্রিকায় প্রকাশিত সংবাদ ও এ বিষয়ে শিক্ষা ক্যাডারের প্রতিবাদলিপির প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে কারিগরি শিক্ষা সচিব বিস্মিত হন এবং বলেন যে এ বিষয়ে তার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। এ বিষয়ে শিক্ষা ক্যাডারের যে কেউ তাকে জানাতে বা তার সঙ্গে কথা বলতে পারতেন। কোনো ভুল বোঝাবুঝির প্রশ্ন থাকতো না। কিন্তু কথা না বলে বা বক্তব্য যাচাই না করে সামাজিক ও অন্যান্য মাধ্যমে বিবৃতি প্রদান ঠিক নয়। এ জন্য তিনি মর্মাহত।

বিবৃতিতে আরও বলা হয়, নিজেকে তিনি সবসময় গর্বের সঙ্গে শিক্ষক পরিচয়ে পরিচিত করতে চান। অসংখ্য শিক্ষকের সঙ্গে তার চমৎকার সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন যে, জাতির পিতার সোনার বাংলা বিনির্মাণে শিক্ষকদের গুরুদায়িত্ব পালন করতে হবে এবং নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের আদর্শ ও মূল্যবোধে অনুপ্রাণিত করতে হবে। কোনো ব্যক্তি বা ক্যাডারের প্রতি তার বিরাগ নেই। তিনি আরও বলেন, সবাইকে মিলেমিশে প্রধানমন্ত্রীর রূপকল্প ২০৪১ বাস্তবায়ন করতে হবে।

শিক্ষকদের ক্যাডারে আসা নিয়ে তার বক্তব্য দিয়ে সংবাদ পরিবেশিত হলে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি তার প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে। তবে সচিবের দাবি সেই বক্তব্য ভুলভাবে উপস্থাপনের কারণে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়।

বাংলাদেশ সময়: ০১৪৩ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২১
এমআইএইচ/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।