ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

স্কুল খুললেও হচ্ছে না প্রাক-প্রাথমিকের ক্লাস 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০২১
স্কুল খুললেও হচ্ছে না প্রাক-প্রাথমিকের ক্লাস 

ঢাকা: প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য আগামী ১২ সেপ্টেম্বর থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হলেও প্রাক-প্রাথমিক শ্রেণির শিক্ষার্থীরা শুরুতে ক্লাসে আসবে না বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন।

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে সোমবার (৬ সেপ্টেম্বর) সচিবালয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

প্রাক-প্রাথমিক শ্রেণির শিক্ষার্থীরা কী ক্লাসে আসবে- এমন প্রশ্নে গণশিক্ষা প্রতিমন্ত্রী বলেন, এটা (প্রাক-প্রাথমিক) চার বছর বয়সী শিশু। আমরা এ সময়ে রিস্ক নিতে চাচ্ছি না। আমরা ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ দিয়ে শুরু করি। আল্লাহ রহমতে পরিস্থিতি স্বাভাবিক হলে চিন্তা করা যাবে।

রোববার (৫ সেপ্টেম্বর) সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভায় আগামী ১২ সেপ্টেম্বর থেকে প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার।

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০২১
এমআইএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।