ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

কিশোর ছেলেকে দিয়ে গাড়ি চালানোয় জাবির সহকারী প্রক্টরকে অব্যাহতি

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০২১
কিশোর ছেলেকে দিয়ে  গাড়ি চালানোয় জাবির সহকারী প্রক্টরকে অব্যাহতি মেহেদী ইকবাল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি): কিশোর ছেলেকে দিয়ে ক্যাম্পাসের অভ্যন্তরে গাড়ি চালানোর অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সহকারী প্রক্টর ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ওয়ার্ডেন মেহেদী ইকবালকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বুধবার (০৮ সেপ্টেম্বর) এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়েছে, ২৮ আগস্টে অনুষ্ঠিত বিশেষ ভার্চু্যয়াল সিন্ডিকেট সভায় মেহেদী ইকবালকে অব্যাহতি দেওয়া হয়।

অফিস আদেশে বলা হয়েছে, ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক মেহেদী ইকবালের বিরুদ্ধে প্রাপ্ত অভিযোগে দেখা যায় তাকে বিশ্ববিদ্যালয় আইন শৃঙ্খলার সুরক্ষার লক্ষ্যে সহকারী প্রক্টর ও ওয়ার্ডেনের দায়িত্ব দেওয়া হলেও তিনি নিজের ১০-১২ বছরের একটি ছেলেকে দিয়ে গাড়ি চালিয়ে, আইন ভঙ্গ করেছেন। বিষয়টি সিন্ডিকেটে বিস্তারিত আলোচনার পর তাকে সহকারী প্রক্টর ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ওয়ার্ডেনের দায়িত্ব থেকে সিন্ডিকেটের দিন অর্থাৎ ২৮ আগস্ট ২০২১ হতে অব্যাহতি দেওয়া হয়েছে।

অব্যাহতির বিষয়ে জানতে চাইলে মেহেদী ইকবাল বলেন, ‘আমাকে কি কারণে অব্যাহতি দেওয়া হয়েছে, আমি নিজেও জানি না। হয়তো বিশ্ববিদ্যালয়ের বৃহৎ কোনো স্বার্থ আছে এখানে। বিশ্ববিদ্যালয় সুষ্ঠুভাবে পরিচালনার জন্য মাননীয় উপাচার্য মহোদয় যে সিদ্ধান্ত নিয়েছেন তাতে আমার পূর্ণ শ্রদ্ধা রয়েছে। এ ব্যাপারে আমি আর কোনো মন্তব্য করতে চাই না। ’

প্রসঙ্গত, ৩১ জুলাই জাবির ৩৭তম ব্যাচের সাবেক ছাত্র জহুরুল হক বিশ্বিবদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর বরাবর হয়রানির অভিযোগ করেন।

লিখিত অভিযোগে বলা হয়, ‘১২ থেকে ১৩ বছরের একটি বাচ্চা (মেহেদী ইকবালের ছেলে) গাড়ি চালাচ্ছে। তখন তিনি মেহেদী ইকবালকে গাড়ি চালাতে অনুরোধ করেন। এ সময় মেহেদী ইকবাল উগ্রভাবে তাদের পরিচয় জিজ্ঞেস করেন। সহকারী প্রক্টরকে না চিনতে পারায়, তারা প্রাথমিকভাবে পরিচয় দেননি। মেহেদী ইকবাল গাড়ি থেকে নেমে তাদের সঙ্গে উগ্র আচরণ করেন। ’

তবে পরবর্তী সময়ে প্রক্টরের মধ্যস্থতায় অভিযোগটি প্রত্যাহার করে নেন সেই সাবেক শিক্ষার্থী।

বিশ্ববদ্যালয়ের একটি সূত্রে জানা যায়, ‘বেশ কিছু দিন আগে অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় কাজ চলা ১৮ নম্বর হলে পিডিকে (প্রকল্প পরিচালক) আটকে ছাত্রলীগকে টাকা দেওয়ায় জড়িত থাকার অভিযোগেও তাকে অব্যাহতি দেওয়া হতে পারে। ’

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০২১
এসআইএস  
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।