ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

আইডিয়াল স্কুলের নির্বাচন: প্রতি শাখায় ভোটকেন্দ্র চান অভিভাবকরা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২১
আইডিয়াল স্কুলের নির্বাচন: প্রতি শাখায় ভোটকেন্দ্র চান অভিভাবকরা

ঢাকা: আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডি নির্বাচন রাজনৈতিক প্রভাবমুক্ত, নিরপেক্ষ ও সুষ্ঠু করার স্বার্থে শিক্ষা প্রতিষ্ঠানটির মতিঝিল, বনশ্রী ও মুগদা ক্যাম্পাসে আলাদা আলাদা ভোটকেন্দ্র স্থাপন করার দাবি জানিয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানটির অভিভাবক ফোরাম।

ফোরামের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. জিয়াউল কবির দুলু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির চেয়ারম্যান ফাহিম উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মো. রোস্তম আলী, বনশ্রী শাখা ফোরামের সভাপতি আবুল কালাম আজাদ ও মুগদা শাখার সভাপতি শওকতউল আলম শওকত এক যুক্ত বিবৃতিতে এ দাবি করেন।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে করোনাকালে ম্যানেজিং কমিটি/গভর্নিং বডি গঠনের নিষেধাজ্ঞা সম্প্রতি প্রত্যাহার করে নিয়মিত কমিটি গঠন করার সরকারি নির্দেশনাকে অভিনন্দন জানান তারা।

বিবৃতিতে অভিভাবক ফোরামের নেতারা বলেন, বর্তমান এডহক কমিটির মেয়াদ আগামী ৮ নভেম্বর উত্তীর্ণ হয়ে যাবে। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনার প্রবিধান অনুযায়ী কমিটির মেয়াদ উত্তীর্ণের তিন মাস পূর্বে ভোটার তালিকাসহ নির্বাচনী কার্যক্রম শুরু করতে হবে।

তারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানটিতে বর্তমানে ২৬ হাজারের বেশি শিক্ষার্থী অধ্যয়ন করছে। এর মধ্যে কলেজ শাখা (মহিলা)-সহ মতিঝিল ক্যাম্পাসে ১১ হাজার, বনশ্রী ক্যাম্পাসে নয় হাজার এবং মুগদা ক্যাম্পাসে ছয় হাজার শিক্ষার্থী আছে। প্রতিষ্ঠানটির মতিঝিল, বনশ্রী, মুগদা ক্যাম্পাসে আসন্ন গভর্নিং বডি নির্বাচনে আলাদা আলাদা ভোট কেন্দ্র স্থাপন করলে অভিভাবকরা উৎসবমুখর পরিবেশে স্ব-স্ব ক্যাম্পাস কেন্দ্রে ভোট দিতে উৎসাহিত হবে, অভিভাবকদের আর্থিক সাশ্রয় হবে ও শারীরিক কষ্ট অনেকটা কমে যাবে, ভোট কেন্দ্রে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আইন-শৃঙ্খলা বাহিনী সক্ষম হবে এবং রাজনৈতিক দুর্বৃত্তায়নের প্রভাব ও দখলমুক্ত হয়ে ভোটকেন্দ্রগুলো অনেকটা নিরাপদ থাকবে।

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের সিদ্ধেশ্বরী, আজিমপুর, বসুন্ধরা ক্যাম্পাসে আলাদা আলাদা ভোটকেন্দ্রে গভর্নিং বডি নির্বাচনে ভোট অনুষ্ঠিত হয়ে থাকে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২১
এমআইএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।