ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

কারাগারে থাকা মান্নাসহ প্রার্থিতা ফিরে পেলেন ৩ জন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৫ ঘণ্টা, মে ২৯, ২০২৩
কারাগারে থাকা মান্নাসহ প্রার্থিতা ফিরে পেলেন ৩ জন

বরিশাল: বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়ন বাতিল হওয়া আরও তিন প্রার্থী উচ্চ আদালতের নির্দেশে প্রার্থিতা ফিরে পেয়েছেন।

এরা হলেন, এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী রাশেদ খান মেনন, দুই নম্বর ওয়ার্ডের রইজ আহম্মেদ মান্না ও তিন নম্বর ওয়ার্ডের ফিরোজ মল্লিক।



সোমবার (২৯ মে) বিষয়টি নিশ্চিত করেছেন রিটার্নিং কর্মকর্তা হুমায়ূন কবির। উচ্চ আদালতের আদেশ প্রার্থীরা কমিশনে পৌঁছে দিয়েছেন।

প্রার্থী রাশেদ খান মেনন বলেন, আদালতের কাগজ কমিশনে জমা দিলে তারা আমাকে লাটিম প্রতীক বরাদ্দ দিয়েছেন। আজ থেকে প্রচার-প্রচারণায় নামবো। আশা করি, জনগণ আমাকে নির্বাচিত করবে।
এছাড়া তিন নম্বর ওয়ার্ডের ফিরোজ মল্লিক পেয়েছেন টিফিন ক্যারিয়ার প্রতীক এবং রইজ আহম্মেদ মান্না পেয়েছেন ঘুড়ি প্রতীক।

এর আগে ১৮ মে মনোনয়ন যাচাই-বাছাই শেষে ১৬ জনের প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন। তবে আপিলে ছয়জনের প্রার্থিতা পুর্নবহাল হয়। শেষে উচ্চ আদালতের দ্বারস্থ হয়ে নির্বাচনে সুযোগ পান আরো তিনজন। এতে করে মোট ১৬৮ জন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। এর মধ্যে মেয়র পদে সাতজন, সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ১১৯ জন এবং সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ৪২ জন।

উচ্চ আদালতের নির্দেশে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাওয়া তিনজনের মধ্যে রইজ আহম্মেদ মান্না কারাগারে রয়েছেন। তার নামে নৌকা প্রতীকের কর্মীদের অস্ত্র ঠেকিয়ে মারধরের অভিযোগে মামলা হয়। মান্না মহানগর ছাত্রলীগের সদ্য বিলুপ্ত কমিটির আহ্বায়ক।

বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, মে ২৯, ২০২৩
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।