ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

শেষ মুহূর্তেও নারী ভোটারদের দীর্ঘ লাইন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৪ ঘণ্টা, জুন ১২, ২০২৩
শেষ মুহূর্তেও নারী ভোটারদের দীর্ঘ লাইন

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারের পৌরসভা নির্বাচনে নাগেরচর কেন্দ্রে ভোট শেষ হবার ১০ মিনিট আগেও নারী ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে।

সোমবার (১২ জুন) সকাল ৮টা থেকে এ কেন্দ্রে ভোট শুরু হলেও ছিল ধীরগতি।

ভোটারদের অভিযোগ, কেন্দ্রে সকাল থেকে ইভিএমে ভোট স্লো ছিল। এখানে ভোট শেষ হওয়ার আগেও কয়েকশ ভোটার লাইনে দাঁড়িয়ে আছে।

বিষয়টি নজরে আনা হলে এখানে দায়িত্বরত জেলা পুলিশের সার্কেল এএসপি আবির জানান, আমরা সময় শেষের আগে সবাইকে কেন্দ্রের সীমানার ভেতর প্রবেশ করাব। লাইনে যারা আছে সবার ভোট গ্রহণের ব্যবস্থা করা হবে যতই দেরি হোক।

জানা যায়, এ কেন্দ্রে মোট ভোটার ১৭২১ জন। এখানে মোট ৫টি বুথ রয়েছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আড়াইহাজার পৌরসভার ৫৪ নম্বর কামরানীরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, জাহানারা বেগম উচ্চ বিদ্যালয়, ৯৯ নম্বর দাসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৫৩ নম্বর ঝাউগড়া সরকারি বিদ্যালয়, নাগের চর মাদরাসা, কৃষ্ণপুরের এনআইবি স্বপ্নডানা একাডেমি, ৮৩ নম্বর মুকুন্দি গাজীপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৮৫ নম্বর নোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরকারি সফর আলী কলেজ ও ৬২ নম্বর আড়াইহাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়।

মোট ১১টি কেন্দ্রে ৭২টি ভোট কক্ষে আড়াইহাজার পৌরসভার ২৪ হাজার ৪৬৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এরমধ্যে পুরুষ ভোটার ১২ হাজার ৪৮ জন ও নারী ভোটার ১২ হাজার ৪১৭ জন।

আড়াইহাজার পৌর এলাকার ৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে ১১টি ভোট কেন্দ্রের মধ্যে ৫৪ নম্বর কামরানীরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, জাহানারা বেগম উচ্চ বিদ্যালয়, ৯৯ নম্বর দাসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ঘুরে দায়িত্বরত প্রিসাইডিং কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সকাল থেকেই সুষ্ঠু পরিবেশে ভোট দিচ্ছেন ভোটাররা। তবে প্রথম ইভিএমে ভোট প্রদান করায় কিছুটা সময় বেশি দিচ্ছেন ভোটাররা।

এদিকে রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ রবিউল আলমের সঙ্গে কথা হলে তিনি বলেন, নিরপেক্ষ নির্বাচনের জন্য ১১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া পুলিশ, বিজিবি, র‍্যাব, গোয়েন্দা পুলিশ ও আনসার সদস্যদের পাশাপাশি সাদা পোশাকেও প্রশাসনের সদস্যরা কাজ করছেন।

আড়ইহাজার পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা প্রত্যেকেই আওয়ামী লীগ নেতা। এরমধ্যে মো. সুন্দর আলী নৌকা, স্বতন্ত্র মেহের আলী নারিকেল গাছ, মামুন অর রশিদ মোবাইল ও হাবিবুর রহমান জগ প্রতীকে নির্বাচন করেন। ৩ সংরক্ষিত আসনে ১০ ও ৯টি সাধারণ আসনে ৩৫ কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, জুন ১২, ২০২৩
এমআরপি/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।