ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

বরিশাল সিটি নির্বাচনে কাউন্সিলর হলেন যারা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৮ ঘণ্টা, জুন ১৩, ২০২৩
বরিশাল সিটি নির্বাচনে কাউন্সিলর হলেন যারা

বরিশাল: বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ শেষে বেসরকারিভাবে নির্বাচিত প্রার্থীদের নাম ঘোষণা করেছেন রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তারা।

সোমবার (১২ জুন) রাতে বরিশাল নগরের বান্দরোডস্থ জেলা শিল্পকলা মিলনায়তনে ফলাফল ঘোষণা করা হয়।

সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. হুমায়ুন কবীর কর্তৃক ঘোষিত ফলাফল অনুযায়ী, ক্ষমতাসীন আওয়ামী লীগের নৌকার প্রতীকের মেয়রপ্রার্থী তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী থেকে দ্বিগুণ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। যেখানে হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম ৩৩ হাজার ৮২৮ ভোট পেয়েছেন, সেখানে দ্বিগুণের বেশি ৮৭ হাজার ৮০৮ ভোট পেয়েছেন নৌকার প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত)।

নির্বাচনে অংশ নেওয়া সাতজন মেয়রপ্রার্থীর ফলাফল ঘোষণা শেষে রাত ১০টার পর থেকে বিভিন্ন ওয়ার্ডের সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলরদের ফলাফল ঘোষণা করা হয়।

যেখানে ১১৮ জন সাধারণ ওয়ার্ড কাউন্সিলরের মধ্যে ৩০ জন ও ৪২ জন সংরক্ষিত আসনের ওয়ার্ড কাউন্সিলরের মধ্যে ১০ জনকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়। ঘোষিত ফলাফল অনুযায়ী, ১ নম্বর ওয়ার্ডে মো. আউয়াল মোল্লা, ২ নম্বর ওয়ার্ডে মো. মুন্না হাওলাদার, ৩ নম্বর ওয়ার্ডে সৈয়দ হাবিবুর রহমান ফারুক, ৪ নম্বর ওয়ার্ডে সৈয়দ শামসুদ্দোহা আবিদ, ৫ নম্বর ওয়ার্ডে মো. কেফায়েত হোসেন রনি, ৬ নম্বর ওয়ার্ডে খান মোহাম্মদ জামাল হোসেন, ৭ নম্বর ওয়ার্ডে রফিকুল ইসলাম খোকন (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), ৮ নম্বর ওয়ার্ডে মো. সেলিম হাওলাদার, ৯ নম্বর ওয়ার্ডে সৈয়দ হুমায়ুন কবির লিংকু, ১০ নম্বর ওয়ার্ডে মো. জয়নাল আবেদিন হাওলাদার, ১১ নম্বর ওয়ার্ডে মজিবর রহমান, ১২ নম্বর ওয়ার্ডে মো. আনোয়ার হোসেন রয়েল, ১৩ নম্বর ওয়ার্ডে মো. মেহেদী পারভেজ খান, ১৪ নম্বর ওয়ার্ডে মো. শাকিল হোসেন (পলাশ), ১৫ নম্বর ওয়ার্ডে মো. সামজিদুল কবির বাবু, ১৬ নম্বর ওয়ার্ডে সাহিন সিকদার, ১৭ নম্বর ওয়ার্ডে মো. আকতার উজ্জামান গাজী হিরু, ১৮ মো. জিয়াউল হক, ১৯ নম্বর ওয়ার্ডে গাজী নঈমুল হোসেন লিটু, ২০ নম্বর ওয়ার্ডের জিয়াউর রহমান, ২১ নম্বর ওয়ার্ডে শেখ সাঈদ আহমেদ মান্না, ২২ নম্বর ওয়ার্ডে আনিছুর রহমান দুলাল, ২৩ নম্বর ওয়ার্ডে এনামুল হক বাহার, ২৪ নম্বর ওয়ার্ডে মো. ফিরোজ আহমেদ, ২৫ নম্বর ওয়ার্ডে সুলতান মাহমুদ, ২৬ নম্বর ওয়ার্ডে মো. হুমায়ূন কবির, ২৭ নম্বর ওয়ার্ডের মো. মনিরুজ্জামান তালুকদার, ২৮ নম্বর ওয়ার্ডে মো. হুমায়ুন কবির, ২৯ নম্বর ওয়ার্ডে মো. ইমরান মোল্লা ও ৩০ নম্বর ওয়ার্ডে মো. খায়রুল মামুন বিজয়ী হয়েছেন।

অপরদিকে সাধারণ আসনের প্রতি তিন ওয়ার্ড মিলিয়ে সংরক্ষিত নারী আসনের ১০ জন কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। যার মধ্যে ১ নম্বর সংরক্ষিত আসনে ডালিয়া পারভিন, ২ নম্বর সংরক্ষিত আসনে আলমতাজ বেগম, ৩ নম্বর সংরক্ষিত আসনে কোহিনুর বেগম, ৪ নম্বর সংরক্ষিত আসনে আয়শা তৌহিদ লুনা, ৫ নম্বর সংরক্ষিত আসনে ইসরাত জাহান লাভলী, ৬ নম্বর সংরক্ষিত আসনে মজিদা বোরহান, ৭ নম্বর সংরক্ষিত আসনে সালমা আক্তার শিলা, ৮ নম্বর সংরক্ষিত আসনে রেশমী বেগম, ৯ নম্বর সংরক্ষিত আসনে সেলিনা বেগম ও ১০ নম্বর সংরক্ষিত আসনে রাশিদা পারভীন বিজয়ী হয়েছেন।

বাংলাদেশ সময়: ০৮২৫ ঘণ্টা, জুন ১৩, ২০২৩
এমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।