ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

রাজশাহী সিটি ভোট: নৌকা ৩৩৩৭৬, হাতপাখা ৩৪৫৭

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, জুন ২১, ২০২৩
রাজশাহী সিটি ভোট: নৌকা ৩৩৩৭৬, হাতপাখা ৩৪৫৭

রাজশাহী: বড় কোনো অনিয়ম ছাড়াই শেষ হয়েছে রাজশাহী সিটি করপোরেশনের নির্বাচনের (রাসিক) ভোটগ্রহণ। এখন চলছে ভোট গণনা।

বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে এখন পর্যন্ত এগিয়ে রয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের মেয়র প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটন। আর নির্বাচন বয়কট করলেও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে ভোট পেয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখার মেয়র প্রার্থী মাওলানা মুরশিদ আলম ফারুকী।

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসার মো. দেলোয়ার হোসেন মোট ১৫৫ কেন্দ্রের মধ্যে ৪৬টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেছেন এতে আওয়ামী লীগ মনোনীত ও ১৪ দল সমর্থিত মেয়র প্রার্থী খায়রুজ্জামান লিটন নৌকা প্রতীকে পেয়েছেন ৩৩ হাজার ৩৭৬ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মুরশিদ আলম ফারুকী  (হাতপাখা প্রতীক) পেয়েছেন ৩ হাজার ৪৫৭ ভোট, জাকের পার্টির মো. লতিফ আনোয়ার (গোলাপফুল প্রতীক) ৩ হাজার ২২০ ভোট, জাতীয় পার্টির মো. সাইফুল ইসলাম স্বপন (লাঙল প্রতীক) পেয়েছেন ২ হাজার ৪১৯ ভোট।

বুধবার (২১ জুন) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলে। তবে সময়ের পরেও যারা কেন্দ্রে ছিলেন তাদের ভোট নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, জুন ২১, ২০২৩/আপডেটেড ১৯১৬ ঘণ্টা
এসএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।