ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

স্মার্টকার্ড ছাপানো বন্ধ 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৯ ঘণ্টা, জুন ২৫, ২০২৩
স্মার্টকার্ড ছাপানো বন্ধ 

ঢাকা: উন্নতমানে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা স্মার্টকার্ড উৎপাদন প্রায় ১৫ দিন ধরে বন্ধ রয়েছে। ফলে ব্যাহত হচ্ছে নাগরিকদের কার্ড সরবরাহের কার্যক্রম।

 

জানা গেছে, গত ৮ জুন থেকে এ কার্যক্রম বন্ধ রয়েছে। এ অবস্থা কাটতে আরও প্রায় মাস খানেক লাগতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, ১০টি মেশিনে প্রধানমন্ত্রীর ত্রাণ ভাণ্ডারে বসিয়ে স্মার্টকার্ড ছাপায় নির্বাচন কমিশন (ইসি)। মেশিনগুলো ২০১৫ সালে কেনা হয় ফ্রান্স থেকে। কর্মকর্তারা বলছেন, মেশিনগুলোয় নানা ধরনের ত্রুটি দেখা দেওয়ায় কার্যক্রম বন্ধ রয়েছে। এগুলো মেরামত করতে আরও একমাসের মতো সময় লাগতে পারে।  

সর্বশেষ ভোটার তালিকা হালনাগাদ অনুযায়ী, ইসির এনআইডি সার্ভারে বর্তমানে ১১ কোটি ৯১ লাখ ৫১ হাজার ৪৪০ জন নাগরিকের তথ্য রয়েছে। এদের মধ্যে স্মার্টকার্ড ছাপানো হয়েছে ৭ কোটি ৭৩ লাখের বেশি। বিতরণ হয়েছে ৭ কোটি ১ লাখের মতো।  

বাংলাদেশ সময়: ১৯০৯ ঘণ্টা, জুন ২৫, ২০২৩
ইইউডি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।