ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

১৭ জুলাই এক আসন, সাত পৌরসভায় থাকছে সাধারণ ছুটি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৬ ঘণ্টা, জুন ২৭, ২০২৩
১৭ জুলাই এক আসন, সাত পৌরসভায় থাকছে সাধারণ ছুটি

ঢাকা: ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচন ও সাতটি পৌরসভার সাধারণ নির্বাচনের ভোটগ্রহণের সুবিধার্থে আগামী ১৭ জুলাই সংশ্লিষ্ট এলাকায় সাধারণ ছুটি ঘোষণা সিদ্ধান্ত দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এজন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে নির্দেশনাও দিয়েছে সংস্থাটি।



ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপসচিব মো. আতিয়ার রহমান জানিয়েছেন, ইতোমধ্যে এ সংক্রান্ত চিঠি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। ১৭ জুলাই সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি থাকছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, আগামী ১৭ জুলাই জাতীয় সংসদের ১৯০ ঢাকা-১৭ শূন্যআসন এবং ৭টি পৌরসভার (পিরোজপুর জেলার ভান্ডারিয়া পৌরসভা, চাঁদপুর জেলার হেংগারচর পৌরসভা, কুমিল্লা জেলার দেবিদ্বার পৌরসভা, যশোর জেলার বেনাপোল পৌরসভা, চট্টগ্রাম জেলার দোহাজারী পৌরসভা, শরীয়তপুর জেলার গোসাইরহাট পৌরসভা ও সিরাজগঞ্জ জেলার তাড়াশ পৌরসভা) সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণের দিন অর্থাৎ ১৭ জুলাই সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা প্রয়োজন। এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বলেছে নির্বাচন কমিশন।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৫, ১৮, ১৯, ২০ এবং ঢাকা ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে গঠিত ঢাকা-১৭ আসন। এ নির্বাচনে আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এদের মধ্যে রয়েছেন- স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম (হিরো আলম, (একতারা), বাংলাদেশ আওয়ামী লীগের মো. এ আরাফাত (নৌকা), জাতীয় পার্টি সিকদার আনিসুর রহমান (লাঙ্গল), বাংলাদেশ কংগ্রেসের মো. রেজাউল ইসলাম স্বপন (ডাব), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মো. আকতার হোসেন (ছড়ি), জাকের পার্টির কাজী মো. রাশিদুল হাসান (গোলাপ ফুল) ও তৃণমূল বিএনপির শেখ হাবিবুর রহমান (সোনালি আঁশ)।  

অন্যদিকে সাত পৌরসভায় রয়েছে শতাধিক প্রার্থী।

বাংলাদেশ সময়: ১১১৬ ঘণ্টা, জুন ২৭, ২০২৩
ইইউডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।