ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

১৯৭ ভোট পেয়ে জামানত হারালেন নৌকার প্রার্থী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৮ ঘণ্টা, জুলাই ১৮, ২০২৩
১৯৭ ভোট পেয়ে জামানত হারালেন নৌকার প্রার্থী

খাগড়াছড়ি: খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার ৫ নম্বর বাবুছড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নৌকার ভরাডুবি হয়েছে। ছয়জন প্রার্থীর মধ্যে সবচেয়ে কম ভোট পেয়ে জামানত হারিয়েছেন নৌকার প্রার্থী।

স্বতন্ত্র প্রার্থী গগণ বিকাশ চাকমা চশমা প্রতীকে ৩ হাজার ২৩৭ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। আঞ্চলিক দলের দাপটে গগণের জয়ের পাশাপাশি আওয়ামী লীগ নেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ না করার ফলে নৌকার ভরাডুবি বলছেন স্থানীয়রা।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র জানা যায়, ৫ নম্বর বাবুছড়া ইউপি নির্বাচনে বিজয়ী প্রার্থীর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী দীপুলাক্ষ চাকমা আনারস প্রতীকে পেয়েছেন ২ হাজার ৯৪৯ ভোট, ঢোল প্রতীকে ১ হাজার ৩৬৯ ভোট পেয়ে তৃতীয় স্থানে আছেন বর্তমান চেয়ারম্যান সন্তোষ জীবন চাকমা, অটোরিকশা প্রতীকে ১ হাজার ৬৮ ভোট পেয়েছেন অলকেশ চাকমা, ঘোড়া প্রতীকে ১ হাজার ৫২ ভোট পেয়েছেন নিউটন চাকমা, আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে ১৯৭ ভোট পেয়ে সবশেষ অবস্থানে রয়েছেন অনুপম চাকমা।

দীঘিনালা উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা শাহেনসা লতিফুল খায়ের জানান, নিয়ম অনুযায়ী ন্যূনতম ভোট পাওয়ায় নৌকার প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে। নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে।

বাংলাদেশ সময়: ১০০৭ ঘণ্টা, জুলাই ১৮, ২০২৩
এডি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।