ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

সাবেক নির্বাচন কমিশনার এ. কে মোহাম্মদ আলীর মৃত্যুতে ইসির শোক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, জুলাই ২০, ২০২৩
সাবেক নির্বাচন কমিশনার এ. কে মোহাম্মদ আলীর মৃত্যুতে ইসির শোক

ঢাকা: সাবেক নির্বাচন কমিশনার এ. কে মোহাম্মদ আলীর মৃত্যুতে শোক প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম এক শোকবার্তায় এ তথ্য জানান।

শোক বার্তায় বলা হয়, বৃহস্পতিবার (২০ জুলাই) ভোর ৬টার দিকে তিনি ঢাকা সিএমএইচে চিকিৎসাধীন বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ২০০১ সালের ১৪ এপ্রিল থেকে ২০০৫ সালের ২২ মে পর্যন্ত সময়ে বাংলাদেশ নির্বাচন কমিশনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

এ. কে মোহাম্মদ আলীর মৃত্যুতে বাংলাদেশ নির্বাচন কমিশন ও নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা গভীর শোক প্রকাশ করেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, জুলাই ২০, ২০২৩
ইইউডি/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।