ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

সংসদ ভোটের তফসিল পর্যন্ত এনআইডি সংশোধনের আবেদন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৬ ঘণ্টা, অক্টোবর ৩, ২০২৩
সংসদ ভোটের তফসিল পর্যন্ত এনআইডি সংশোধনের আবেদন

ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদের তফসিল ঘোষণার আগ পর্যন্ত জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের আবেদন করা যাবে।

মঙ্গলবার (৩ অক্টোবর) নির্বাচন কমিশন এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।

এনআইডি অনুবিভাগের মহাপরিচালক একেএম হুমায়ূন কবীর এ বিষয়ে বলেন, সংসদ নির্বাচনের ভোটার হওয়ার সময় শেষ। তবে এনআইডি সংশোধনের আবেদন তফসিল ঘোষণার আগ পর্যন্ত করা যাবে।

ইসি কর্মকর্তারা বলছেন, এখন কেউ ভোটার হওয়ার আবেদন করলে কেবল এনআইডি পাবেন। তবে ভোটার তালিকায় নাম উঠবে সংসদ নির্বাচনের পর।

ইসি সার্ভারে সর্বশেষ হালনাগাদ অনুযায়ী, ভোটার সংখ্যা ১১ কোটি ৯১ লাখ ৫১ হাজার ৪৪০ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪ লাখ ৪৫ হাজার ৭২৪ জন, নারী ৫ কোটি ৮৭ লাখ ৪ হাজার ৮৭৯ জন। আর ৮৩৭ জন হিজড়া ভোটার। তবে নতুন ভোটারদের সুযোগ দেওয়ায় এই সংখ্যাটা বাড়তে পারে।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, অক্টোবর ৩, ২০২৩
ইইউডি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।