ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

ইসির সংলাপে আ.লীগসহ ১৩ দল, অনুপস্থিত ৯টি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩১ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২৩
ইসির সংলাপে আ.লীগসহ ১৩ দল, অনুপস্থিত ৯টি

ঢাকা: তফসিলের আগে নির্বাচন কমিশনের (ইসি) সংলাপে সাড়া দিয়ে প্রথম ধাপের বৈঠকে আওয়ামী লীগসহ ১৩ দল অংশ নিয়েছে। দিনব্যাপী দুই ধাপের সংলাপে বিএনপি ও সমমনা দলগুলো আসবে না বলে জানিয়েছে ইসিকে।

শনিবার (৪ নভেম্বর) আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খানের নেতৃত্বে দুই সদস্যের প্রতিনিধিদল সংলাপে অংশ নেয়।

এ ছাড়া বাংলাদেশ সুপ্রিম পার্টি, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, ইসলামী ঐক্য জোটের একাংশসহ অন্য দলগুলো অংশগ্রহণ করে।

ইসির জনসংযোগ শাখা জানিয়েছে, প্রথম ধাপের ২২টির মধ্যে ১৩টি দলের দুজন করে প্রতিনিধি অংশ নিয়েছে।

শেষবারের মতো সকালে ২২টি, বিকেলে ২২টি দলের সঙ্গে সংলাপের জন্য চিঠি দেয় ইসি। এতে আওয়ামী লীগসহ ২২টিকে সকালে ও বিএনপিসহ ২২টিকে বিকেলে বসার জন্য আমন্ত্রণ জানায় সংস্থাটি। সকালে ১৫টি দল আসার কথা জানালেও সংলাপে অংশ নেয় ১৩টি দল। আসেনি এলডিপি, বিজেপি, সিপিবি, কল্যাণ পার্টি, জমিয়তে উলামায়ে ইসলাম, বিএমএল, মুসলিম লীগ, খেলাফত মজলিশ ও গণতন্ত্রী পার্টি।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে সংলাপে অন্য কমিশনারসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

নভেম্বরেই তফসিল দিয়ে ডিসেম্বরের শেষে অথবা জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে সংসদ নির্বাচন সম্পন্ন করতে চায় ইসি।

বাংলাদেশ সময়: ১১২৯ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০২৩
ইইউডি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।