ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

বরিশালে ভোট পড়েছে ৪১ দশ‌মিক ১০ শতাংশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৫ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৪
বরিশালে ভোট পড়েছে ৪১ দশ‌মিক ১০ শতাংশ

বরিশাল: কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বরিশালে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হয়েছে।

রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে একটানা বিকেল ৪টা পর্যন্ত।

ব‌রিশালের ছয়টি সংসদীয় আসনে গড়ে ৪১ দশমিক ১০ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. শ‌হিদুল ইসলাম। সন্ধ‌্যায় ভোটগ্রহণ শেষে তিনি এ তথ্য জানান।

শ‌হিদুল ইসলাম বলেন, বরিশাল -১ ( গৌরনদী- আগৈলঝাড়া) আসনে ৬০ দশ‌মিক ৫০ শতাংশ, ব‌রিশাল-২ (উ‌জিরপুর-বানারীপাড়া) আসনে ৪০ দশ‌মিক ০৮, ব‌রিশাল-৩ ( বাবুগঞ্জ-মুলাদী) আসনে ৩৪ দশ‌মিক ৩৬, ব‌রিশাল-৪ ( হিজলা-‌মেহে‌ন্দিগঞ্জ) আসনে ৪৩ দশ‌মিক ৯৮, ব‌রিশাল-৫ ( সদর) আসনে ২৯ দশ‌মিক ৮৮, ব‌রিশাল-৬ ( বাকেরগঞ্জ) আসনে ৩৮ দশ‌মিক ৫৬, শতাংশ ভোট পড়েছে।

বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, জানুয়া‌রি ৭, ২০২৪
এমএস/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।