বলিউড অভিনেতা সাইফ আলি খানকে ছুরিকাঘাত করার দায়ে অভিযুক্ত ব্যক্তি বাংলাদেশি নাগরিক বলে দাবি করেছে মুম্বাই পুলিশ। তবে তিনি আদৌ বাংলাদেশি কি না আদালতে প্রশ্ন তুলেছেন হামলাকারীর আইনজীবী।
গতকাল রোববার (১৯ জানুয়ারি) ঠাণের হিরনন্দানি এস্টেট এলাকা থেকে হামলাকারীকে গ্রেপ্তার করা হয়। এদিন মুম্বাই পুলিশের ডিসিপি (অপরাধ দমন) দীক্ষিত গেদাম জানান, হামলাকারীরর নাম শরিফুল ইসলাম শেহজাদা (৩১)। তিনি নিজেকে বিজয় দাস নামে পরিচয় দিতেন। তার কাছে ভারতীয় নাগরিকত্বের বৈধ কোনো প্রমাণ মেলেনি। সন্দেহ করা হচ্ছে তিনি বাংলাদেশের নাগরিক। গত পাঁচ-ছয়মাস ধরে এই এলাকায় থাকছিলেন এবং বিভিন্ন হোটেলে কাজ করছিলেন।
পুলিশের এই দাবি নাকচ করে দিয়েছেন শরিফুলের আইনজীবী সন্দীপ শেখান।
সংবাদমাধ্যমের কাছে সন্দীপ শেখান বলেন, পুলিশের কাছে কোনো প্রমাণ নেই যে তার মক্কেল বাংলাদেশি। শরিফুল সপরিবারে মুম্বাইয়ের ওই এলাকায় গত সাত বছর ধরে বসবাস করছেন।
রোববার ভারতের ইংরেজি দৈনিক টাইমস অব ইন্ডিয়া ও ইন্ডিয়া টুডের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
বান্দ্রা আদালতেও একই দাবি করেছেন শরিফুলের আইনজীবী সন্দীপ।
তিনি বলেন, ‘আদালত পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দিয়েছে। পাশাপাশি পুলিশকে এই সময়ের মধ্যে রিপোর্ট পেশ করার নির্দেশও দিয়েছেন। পুলিশের কাছে এমন কোনো তথ্য নেই যা থেকে প্রমাণ হয় শরিফুল বাংলাদেশের নাগরিক। ছয় মাস আগে তিনি এখানে এসেছেন পুলিশের এমন দাবিও মিথ্যা। এটি ভারতীয় দণ্ডবিধির ৪৩-এ ধারার সুস্পষ্ট লঙ্ঘন। কারণ এই মামলায় সঠিক তদন্ত করা হয়নি। ’
সুপ্রিম কোর্টের নির্দেশিকা মেনে নোটিশ জারি করা হয়নি বলে অভিযোগ তার।
সন্দীপ বলেন, আদতে হত্যার কোনো উদ্দেশ্যই ছিল না। এফআইআর বা রিমান্ড কপিতে হত্যা বা প্রাণনাশের হুমকির মতো কোনো শব্দের উল্লেখ করা নেই। অথচ, সরাসরি পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হল। মামলায় ফাঁক-ফোকর আছে।
শুধু সন্দীপ-ই নন, শরিফুলের আরেক আইনজীবী দীনেশ প্রজাপতিও একই দাবি করেছেন। তিনি বলেন, আমার মক্কেলের কাছে থেকে কিছুই পাওয়া যায়নি। বাংলাদেশি হওয়ার কোনো তথ্যও আদালতে পেশ করতে পারেনি পুলিশ।
গত সাত বছর ধরে শরিফুল সপরিবার মুম্বাই এলাকায় বাস করছেন বলে মন্তব্য তার।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার ভোরের দিকে মুম্বাইয়ের বান্দ্রায় নিজ ফ্ল্যাটেই হামলার শিকার হন সাইফ আলি খান। ছোট ছেলে জেহকে বাঁচাতে গিয়ে হামলাকারীর ছুরিকাঘাতে আহত হন অভিনেতা। সাইফের ঘাড়ে ও মেরুদণ্ডের কাছে গুরুতর জখম হয়। বর্তমানে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন তিনি। চিকিৎসকরা বলেছেন, সাইফ আলি খানের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। ঘটনার তিন দিনের মাথায় হামলাকারী শরিফুল ইসলামকে গ্রেপ্তার করে মুম্বাই পুলিশ।
বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৫
এসএএইচ
VIDEO | Attack on Saif Ali Khan: Counsel of accused Sandeep Sherkhane says, "There are lapses, the notice was not complied as per the guidelines of the SC. Police custody was given. There is no mention of threatening of life, murder in remand copy, FIR copy. Despite that,… pic.twitter.com/Ya3uf3L89y
— Press Trust of India (@PTI_News) January 19, 2025