ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

২১ কেজির ভোল মাছ বিক্রি হলো সাড়ে ৩ লাখ টাকায়

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১২ ঘণ্টা, মে ১৯, ২০২৪
২১ কেজির ভোল মাছ বিক্রি হলো সাড়ে ৩ লাখ টাকায় ভোল মাছ

পাথরঘাটা(বরগুনা): বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়েছে ২১ কেজির একটি ভোল মাছ। মাছটি বিক্রি হয়েছে সাড়ে ৩ লাখ টাকায়।

রোববার (১৯ মে) সকালে পাথরঘাটা বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে মাছটি সোলায়মান নামে এক ব্যবসায়ী কিনে নেন।

পাথরঘাটার মোস্তফা গোলাম কবিরের মালিকানাধীন এফবি তন্ময় ট্রলারের মাঝি মো. জামাল হোসেন বলেন, গভীর সাগরে মাছ ধরে পাথরঘাটা বিএফডিসি ঘাটে আসি। ইলিশসহ অন্যান্য মাছের সঙ্গে কয়েকটি ভোল মাছ ধরা পড়ে জালে। বিএফডিসি ঘাটে মাছ উঠানোর পর একটি মাছের ওজন হয় ২১ কেজি, ৬ লাখ ৬০ হাজার টাকা মণ হিসেবে যার দাম হয় সাড়ে ৩ লাখ টাকা। ওই মাছটি কিনে নেন পাথরঘাটার সোলায়মান নামে এক ব্যবসায়ী।

সুস্বাদু এই মাছের রয়েছে ঔষধি গুণ। তাই এ মাছের দাম এত বেশি। মাছ ব্যবসায়ীদের কাছ থেকে ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এ মাছ কিনে নেয় বলে তারা জানান। এ মাছের বৈজ্ঞানিক নাম ‘প্রোটোনিবিয়া ডায়াকানথুস’।

পাথরঘাটা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, এ মাছটি খুবই সুস্বাদু বিধায় দামও বেশি এবং চাহিদাও বেশি।

বাংলাদেশ সময়: ১৪০৬ ঘণ্টা, মে ১৯, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।