ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিন

জন লেননের জন্ম, চে গুয়েভারার মৃত্যু

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৯ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৫
জন লেননের জন্ম, চে গুয়েভারার মৃত্যু

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে।

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

০৯ অক্টোবর ২০১৫, শুক্রবার। ২৪ আশ্বিন, ১৪২২ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
১৪৪৬ - কোরিয়ায় হানগুল বর্ণমালা চালু হয়।
১৭০৮ - রাশিয়া ও সুইডেনের মধ্যকার ঐতিহাসিক ডেনিপার যুদ্ধ সমাপ্ত হয়।
১৮৭৪ - বিশ্ব ডাক ব্যবস্থা চালু।
১৯৪০ - দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে জার্মানি লন্ডন শহরে বোমা নিক্ষেপ করে।
১৯৬২ - আফ্রিকার দেশ উগান্ডার ব্রিটিশ উপনিবেশবাদী শাসন থেকে স্বাধীনতা লাভ।
১৯৯৬ - সাবেক প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমদ বাংলাদেশের রাষ্ট্রপতি হন।
২০০৪ - আফগানিস্তানের ইতিহাসে প্রথমবারের মতো সরাসরি ভোটে প্রেসিডেন্ট নির্বাচনের প্রক্রিয়া শুরু।

জন্ম
১৮৫২ – নোবেলজয়ী জৈব রসায়নবিদ এমিল ফিশার।
১৮৯২ - যুগোস্লাভিয়ার নোবেলজয়ী কথাসাহিত্যিক ইভো আন্দ্রিক।
১৯৩৯ - খ্যাতনামা অস্ট্রেলিয়ান সাংবাদিক ও ডকুমেন্টারি নির্মাতা জন পিলজার।
১৯৪০ – বিখ্যাত সঙ্গীতশিল্পী ও দ্য বিটলস ব্যান্ডের প্রতিষ্ঠাতা জন লেনন।
 
মৃত্যু
১৯৬৭ –বিপ্লবী চে গুয়েভারা।

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০১০০ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৫
এসএমএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।