ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

অদ্ভুত দাড়ি-গোঁফের প্রতিযোগিতা!

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২০ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৫
অদ্ভুত দাড়ি-গোঁফের প্রতিযোগিতা!

ঢাকা: দাড়ি গোঁফ রাখলেই তো হয়! কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার জন্য রাখলে বিষয়টি ভিন্ন। যেই সেই দাড়ি গোঁফে কিন্তু একেবারেই চলবে না।

তা হতে হবে অভিনব, কারুকাজ-মণ্ডিত ও সুশোভন। শিল্পের ছোঁয়া তো থাকতেই হবে!


সম্প্রতি অস্ট্রিয়ার সালজবার্গের লিওগ্যাঙে অনুষ্ঠিত হলো ওয়ার্ল্ড বেয়ার্ড অ্যান্ড মোসতাচ চ্যাম্পিয়নশিপ-২০১৫।

এ চ্যাম্পিয়নশিপে অংশ নিতে বিশ্বের ২০টি ভিন্ন ভিন্ন দেশ থেকে এসেছিলেন প্রায় তিনশোরও বেশি ব্যতিক্রম দাঁড়ি ও গোঁফওয়ালা ভদ্রলোক।


শুধু গোঁফ, শুধু দাড়ি ও গোঁফসহ দাড়ি- এ তিনটি বিভাগে বিভক্ত প্রতিযোগিরা মোট ১৮টি ক্যাটাগরিতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

প্রতিটি ক্যাটাগরিতে সেরা দাড়ি-গোঁফের জন্য তিনটি করে পুরস্কার বরাদ্দ ছিলো।


প্রতিযোগিদের সৃজনশীল এসব দাড়ি-গোঁফ দেখে তারিফ তো করতেই হবে। আবার কখনও চমকে বা আঁতকে উঠতে পারেন। অনেকে পেতে পারেন অনুপ্রেরণাও।

মোটকথা এমন অদ্ভুত দাড়ি-গোঁফ আপনাকে ভাবিয়ে তুলবে বৈকি!


সেরা দাড়ি-গোঁফের এমন প্রতিযোগিতা এবারই প্রথম নয়। এর আগে ২০১৪ সালে ওয়ার্ল্ড বেয়ার্ড অ্যান্ড মোসতাচ চ্যাম্পিয়নশিপ ও ২০১৩ সালে যুক্তরাষ্ট্রে জাতীয়ভাবে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
 
সাম্প্রতিক অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের ছবি প্রকাশ পেয়েছে বিভিন্ন ওয়েবসাইট ও সংবাদমাধ্যমে।


প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের এ ছবিগুলো তুলেছেন অস্ট্রিয়ান ফটোসাংবাদিক জান হেইটফ্লেইস।


আপনাদের মধ্যে যদি কেউ এমন কোনো প্রতিযোগিতায় অংশ নিতে চান তবে তাদের জন্য ছবিগুলো বেশ কাজে দেবে, কি বলুন!

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০০২০ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৫
এসএমএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।