ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিন

বিজ্ঞানী চার্লস ডারউইনের প্রয়াণ

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪২ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৬
বিজ্ঞানী চার্লস ডারউইনের প্রয়াণ

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে।

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

১৯ এপ্রিল ২০১৬, মঙ্গলবার। ৬ বৈশাখ, ১৪২২ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
•     ১৪৫১ - দিল্লির বাদশাহ আলম শাহ সিংহাসন ছাড়েন।
•     ১৫৩৯ - জার্মান সম্রাট চার্লস ফ্রাঙ্কফুর্টের সঙ্গে শান্তিচুক্তি করেন।
•     ১৭৮২ - নেদারল্যান্ডস যুক্তরাষ্ট্রকে স্বীকৃতি দেয়।
•     ১৯৪৮ - মায়ানমার জাতিসংঘে যোগদান করে।
•     ১৯৭৫ - ভারতের প্রথম উপগ্রহ আর্যভট্ট মহাকাশে উ‍ৎক্ষেপণ করা হয়।

জন্ম
•     ১৩২০ - পর্তুগালের রাজা প্রথম পেদ্রো।
•     ১৯৩১ - মার্কিন সফটওয়্যার প্রকৌশলী ও কম্পিউটার বিজ্ঞানী ফ্রেড ব্রুকস।
•     ১৯৩৩ - ক্রিকেট বিশ্বের অন্যতম আম্পায়ার ডিকি বার্ড।
•     ১৯৮৭ - রুশ টেনিস তারকা মারিয়া শারাপোভা।

মৃত্যু
•     ১৮২৪ - অ্যাংলো-স্কটিশ কবি লর্ড বায়রন।
•     ১৮৮২ - ইংরেজ জীববিজ্ঞানী চার্লস ডারউইন। তিনিই প্রথম বিবর্তনবাদের ধারণা দেন।
•     ১৯৫৮ - বাঙালি ঔপন্যাসিক অনুরূপা দেবী। অনুরূপা দেবী ছিলেন একজন সমাজ সংস্কারক। কাশী ও কলকাতার বেশ কয়েকটি বালিকা বিদ্যালয়ের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। একাধিক নারীকল্যাণ আশ্রমের প্রতিষ্ঠাতা অনুরূপা দেবী ১৯৩০ সালে মহিলা সমবায় প্রতিষ্ঠান স্থাপন করেন।
•     ১৯৭৪ – পাকিস্তানি সেনাপতি ও রাষ্ট্রপতি আইয়ুব খান। তিনি ১৯৫৮ সাল থেকে ১৯৬৯ সাল পর্যন্ত পাকিস্তানের সামরিক শাসক ও পরে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০০২৮ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৬
এসএমএন/এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।