ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিন

সাহিত্যিক কাজী আবদুল ওদুদের জন্ম

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪২ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৬
সাহিত্যিক কাজী আবদুল ওদুদের জন্ম

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে।

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

২৬ এপ্রিল ২০১৬, মঙ্গলবার। ১৩ বৈশাখ, ১৪২২ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
•     ১৯১৫ - মিত্রশক্তি ও ইতালির মধ্যে লন্ডন চুক্তি স্বাক্ষরিত।
•     ১৯৫২ - পূর্ব পাকিস্তানে ছাত্র ইউনিয়ন গঠিত হয়।
•     ১৯৪১ - শিকাগোর বেসবল স্টেডিয়ামে সর্বপ্রথম বাদ্যযন্ত্র অর্গান বাজানো হয়।
•     ১৯৯৪ - নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট নির্বাচিত হন।
•     ১৯৮৬ - তৎকালীন সোভিয়েত ইউনিয়নে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভয়াবহ নিউক্লিয়ার বিপর্যয় ঘটে।

জন্ম
•     ১৭৯৮ - চিত্রশিল্পী ইউজিন দেলক্রোয়া। ফরাসি রোমান্টিক চিত্রশিল্পীদের মধ্যে তিনি অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব।
•     ১৮৯৪ - শিক্ষাবিদ, সাহিত্যিক, চিন্তাবিদ কাজী আবদুল ওদুদ। কলেজে পড়ার সময় থেকেই কাজী তিনি সাহিত্যচর্চায় মনোনিবেশ করেন। ছাত্র অবস্থাতেই প্রকাশিত হয় তার গল্পগ্রন্থ মীর পরিবার (১৯১৮) ও উপন্যাস নদীবক্ষে (১৯১৯)। সাহিত্য-সমাজের মুখপত্র শিখার প্রতিটি সংখ্যার পরিকল্পনা ও প্রকাশনায় আবুল হুসেনের সঙ্গে তার সক্রিয় ভূমিকা ছিলো। তিনি ছিলেন দুটি সাময়িক পত্রিকা সংকল্পের (১৩৬১) সম্পাদক ও তরুণপত্রের (১৩৭২) সম্পাদকমণ্ডলীর সভাপতি।
•     ১৯১২ - সায়েন্স ফিকশন লেখক এ. ই, ভ্যান ভগত।
•     ১৯১৪ - আমেরিকান ঔপন্যাসিক এবং ছোটগল্প লেখক বার্নাড মালামুদ।

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০৯৪০ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৬
এসএমএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।