ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

বৃষ্টি যন্ত্রণায় ঘরে ফেরা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫১ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৬
বৃষ্টি যন্ত্রণায় ঘরে ফেরা

ময়মনসিংহ: দিনভর সূর্যের দহনে ওষ্ঠাগত প্রাণ। অসহনীয় খরতাপে অতিষ্ঠ যান্ত্রিক জীবন।

  মেঘের ঘনঘটা আকাশে। এই বুঝি অঝোরে বৃষ্টি নামবে। শুরু হবে কালবৈশাখী!

 

দিন গড়ায় আর চাতক পাখির মতো এক চিলতে বৃষ্টির জন্য অপেক্ষা বাড়ে। হঠাৎ রাতে হিম বাতাসের সঙ্গে নেমে এলো ঝুপঝাপ বৃষ্টি।

গরমে অস্থির মানুষের কাছে বহুআকাঙ্খিত স্বস্তির বৃষ্টি। তবু তা হয়ে ওঠে ঘরমুখী মানুষের জন্য ভীষণ যন্ত্রণার।

বুধবার (২৭ এপ্রিল) রাত সাড়ে ১১টা থেকে ১২টা পর্যন্ত ময়মনসিংহ নগরীর নতুন বাজার, গাঙ্গিনারপাড়, স্টেশন রোডসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন মোড় ঘুরে দেখা মেলে নানান চিত্রের।

মুষলধারে বৃষ্টি সবেমাত্র শেষ হয়েছে। নগরীর গুরুত্বপূর্ণ এলাকাগুলো বিদ্যুহীন। দিনভর হাঁকডাকে ব্যস্ত গাঙ্গিনারপাড় মোড়ের চেনা দৃশ্য এভাবেই পাল্টে যায়।

বৃষ্টিতে কোথাও কোথাও পায়ের তালুসমান পানি। সূর্যতাপে পোড়া পিচঢালা সড়কেরও মুক্তি মিলেছে নিত্য দহন থেকে।

হঠাৎ বৃষ্টি থামতেই নগরীর গুরুত্বপূর্ণ বিভিন্ন মোড় হয়ে ওঠে অনেকটাই যানশুন্য। ব্যাটারিচালিত অটোরিকশা ভিড়তেই পঙ্গপালের মতো ঘিরে ধরা যাত্রীরা।

বৃষ্টিশেষে যানশুন্য নগরী, যানবাহন না পেয়ে বাধ্য হয়ে পায়ে হেঁটেই ফিরছেন অনেকে।

বৃষ্টিতে দুর্ভোগ খুদে ব্যবসায়ীদেও। অনেকেই বৃষ্টি মাথায়  চটপটি, ফুসকার দোকান বন্ধ রেখে বাড়ি ফিরে গেছেন।

বৃষ্টি শেষে কাদাপানিতে একাকার হয়ে উঠবে সড়ক, এটাই যেন নিয়তি নগরীর ৪নং ওয়ার্ডের গোহাইলকান্দি বাসিন্দাদের।

বাংলাদেশ সময়: ০৩১৫ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৬
এমএএএম/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।