ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিন

গ্যালিলিওর আবিষ্কৃত টেলিস্কোপের সার্থক প্রয়োগ

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৫ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৬
গ্যালিলিওর আবিষ্কৃত টেলিস্কোপের সার্থক প্রয়োগ

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে।

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

২৫ আগস্ট ২০১৬, বৃহস্পতিবার। ১০ ভাদ্র, ১৪২৩ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
•    ১৬০৯- ইতালিয়ান পদার্থবিজ্ঞানী ও জ্যোতির্বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলেই আইনপ্রণেতাদের সামনে তার আবিষ্কৃত দূরবীক্ষণ যন্ত্র (টেলিস্কোপ) জ্যোতির্বিদ্যায় সার্থকভাবে প্রয়োগ করেন।
•    ১৮৫২ - ব্রাজিলের কাছ থেকে স্বাধীনতার ঘোষণা দেয় উরুগুয়ে।
•    ১৯৮৮- সিউল অলিম্পিকে ১০০ মিটার স্প্রিন্টে রেকর্ড গড়েন যুক্তরাষ্ট্রের কার্ল লুইস।
•    ১৯৯০- ইরাকের বিরুদ্ধে সামরিক অভিযানের অনুমোদন দেয় জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।

ব্যক্তি
•    ১৮৭২ - বাঙালি রাজনীতিবিদ ও অবিভক্ত বাংলার মন্ত্রী স্যার আবদুল করিম গজনভির জন্ম।
•    ১৯৬২ - নির্বাসিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিনের জন্ম।
•    ২০১২ - মার্কিন নভোচারী ও চাঁদে অবতরণকারী প্রথম মানুষ নিল আর্মস্ট্রংয়ের মৃত্যু।

বাংলাদেশ সময়: ০০০৫ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।