ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

মরুর বুকে ‘ফুল-বাড়ি’!

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪১ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৭
মরুর বুকে ‘ফুল-বাড়ি’! মরুর বুকে ‘ফুল-বাড়ি’!

ঢাকা: জাহাজের কনটেইনারের মধ্যে জীবনযাপন করা যে কতোটা রোমাঞ্চকর হতে পারে তা জেমস হুইটেকারের অসাধারণ সৃষ্টি না দেখলে বিশ্বাস করা কঠিন। যুক্তরাজ্যের স্থপতি জেমস হুইটেকার জাহাজের কন্টেইনার ব্যবহার করে নির্মাণ করছেন অনন্য সুন্দর এক বাড়ি।

২০০ বর্গমিটারের এ বাড়িতে রয়েছে একটি কিচেন, একটি লিভিং রুম ও তিনটি বেডরুম। মরুর বুকে ‘ফুল-বাড়ি’!বেশ কিছু জাহাজের কন্টেইনার বিভিন্ন অ্যাঙ্গেলে জোড়া দিয়ে নির্মাণ করা হচ্ছে বাড়িটি।

মরুর বুকে ‘ফুল-বাড়ি’!দূর থেকে বাড়িটি দেখলে মনে হবে যেন মরুভূমির বুকে ফুটে আছে সাদা রঙের একটি ফুল। একজন চলচ্চিত্র প্রযোজকের জন্য এ বাড়িটি ডিজাইন করেন হুইটেকার। মরুর বুকে ‘ফুল-বাড়ি’!ক্যালিফোর্নিয়ায় ৯০ একর জমিতে নির্মাণ করা হচ্ছে তা। বাড়ির নাম দেওয়া হয়েছে জসুয়া ট্রি রেসিডেন্স। আগামী বছর এর নির্মাণ কাজ সম্পূর্ণরূপে শেষ হবে। মরুরভূমিতে নির্মিত এ বাড়িটি চলবে সৌরবিদ্যুতে। মরুর বুকে ‘ফুল-বাড়ি’!গ্যারেজের ছাদে বসানো হয়েছে সোলার প্যানেল। ক্যালিফোর্নিয়ার অসাধারণ দৃশ্য উপভোগ করার জন্য এতে রয়েছে অনেকগুলো জানালা।

বাংলাদেশ সময়: ০০৪০ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৭
এনএইচটি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।