ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

৮ কিলোমিটার লম্বা বিয়ের পোশাক!

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৫ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৭
৮ কিলোমিটার লম্বা বিয়ের পোশাক! ৮ কিলোমিটার লম্বা বিয়ের পোশাক!

ঢাকা: ফ্রান্সে তৈরি হলো বিশ্বের সবচেয়ে লম্বা বিয়ের পোশাক। আট কিলোমিটার দীর্ঘ সাদা রঙের বিয়ের পোশাকটি স্থান করে নিয়েছে গিনেস বুকে।

বিশ্বের সবচেয়ে লম্বা বিয়ের পোশাকটি উন্মোচন করা হয় ফ্রান্সের কড্রি শহরে। উন্নতমানের লেসের পোশাক তৈরিতে এ শহর প্রসিদ্ধ।

সবচেয়ে লম্বা বিয়ের পোশাক তৈরির আগের রেকর্ডটিও গড়া হয় এ শহরে। ১১ বছর আগে তৈরি পোশাকটির দৈর্ঘ্য ছিল ১২শ ৩ দশমিক ৯ মিটার।

নির্মাণ প্রতিষ্ঠান ডায়নামিক প্রোজেক্টসের উদ্যোগে ১৫ জন স্বেচ্ছাসেবী দুই মাস ধরে তৈরি করেন এবারের রেকর্ডধারী পোশাকটি। পোশাকটি পরিমাপের পর তা এযাবতকালের দীর্ঘতম বিয়ের পোশাক বলে স্বীকৃতি দেয় গিনেস বুকের বিচারক।

স্বীকৃতির সব আনুষ্ঠানিকতা শেষ হলে পোশাক নির্মাতারা এটিকে কেটে অনেকগুলো বিয়ের পোশাক হিসেবে বিক্রি করেন। বিক্রি থেকে আয়ের পুরো অর্থ দাতব্য প্রতিষ্ঠানে দান করা হয়।

বাংলাদেশ সময়: ০৩০০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৭
এনএইচটি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।