ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিনে

কবি সানাউল হকের জন্ম

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১০ ঘণ্টা, মে ২২, ২০১৮
কবি সানাউল হকের জন্ম সানাউল হক (ফাইল ছবি)

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

২৩ মে ২০১৮, বুধবার। ০৯ জৈষ্ঠ্য, ১৪২৫ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
১৫৬৪ - নেদারল্যান্ডস স্বাধীনতা ঘোষণা করে।
১৮১৮ - প্রথম বাংলা সংবাদপত্র ‘সমাচার দর্পণ’ প্রকাশিত হয়।
১৯১১ - নিউইয়র্ক পাবলিক লাইব্রেরি আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয়।
১৯১৫ - প্রথম মহাযুদ্ধে অস্ট্রিয়া এবং হাঙ্গেরির বিরুদ্ধে ইতালি যুদ্ধ ঘোষণা করে।
১৯২০ - এশিয়ার প্রথম কমিউনিস্ট সংগঠন ইন্দোনেশিয়ার কমিউনিস্ট পার্টি গঠিত হয়।
১৯৪৭ - ব্রিটিশ মন্ত্রিসভা ভারত বিভক্ত করার ঐতিহাসিক প্রস্তাব মেনে নেয়।
১৯৮৩ - কুমারী বাচেন্দী পাল প্রথম ভারতীয় নারী হিসেবে এভারেস্ট জয় করেন।

জন্ম
১৮১০ - মার্গারেট ফুলার, মার্কিন সাংবাদিক ও নারীবাদী।
১৮৮১ - তুদোর আর্গেজি, রোমান কবি।
১৮৯১ - পার ল্যাগেরকভিস্ত, নোবেলজয়ী সুইডিস কবি।
১৯২৪ - সানাউল হক, বাংলাদেশি কবি, অনুবাদক, সংস্কৃতিকর্মী, সংগঠক ও শিক্ষাবিদ। জন্ম ব্রাহ্মণবাড়িয়া জেলার চাউরা গ্রামে, ১৯২৪ সালের ২৩ মে। চল্লিশের দশকের একজন খ্যাতিমান কবি হিসেবে সানাউল হক পরিচিতি লাভ করেন। কবিতার মাধ্যমে তিনি মানবজীবন ও জগতের ছবি আকার চেষ্টা করেছেন যা সমকালের কবিমহল এবং পাঠকদের কাছে সমাদৃত হয়। বিশেষভাবে তার স্বদেশপ্রেমের কবিতাগুলো পাঠককে বিশেষ আকৃষ্ট করে। সাহিত্যে অবদানের জন্য সানাউল হক বাংলা একাডেমি পুরস্কার (১৯৬৪), ইউনেস্কো পুরস্কার (১৯৬৫), একুশে পদক (১৯৮৩) লাভ করেন। মৃত্যু ঢাকায়, ৪ ফেব্রুয়ারি ১৯৯৩।
১৯৪৭ - বার্নার্ড কমরি, ব্রিটিশ ভাষাবিজ্ঞানী।
১৯৫১ - আনাতোলি কারপভ, রুশ গ্র্যান্ডমাস্টার দাবাড়ু ও প্রাক্তন বিশ্ব দাবা চ্যাম্পিয়ন।

মৃত্যু
১৮৫৭ - অগুস্তাঁ লুই কোশি, ফরাসি গণিতবিদ।
১৯০৬ - হেনরিক ইবসেন, নরওয়েজিয়ান নাট্যকার ও কবি।
১৯৩০ - রাখালদাস বন্দ্যোপাধ্যায়, বাঙালি প্রত্মতাত্ত্বিক ও ঐতিহাসিক।  

বাংলাদেশ সময়: ০০০৯ ঘণ্টা, মে ২৩, ২০১৮
এনএইচটি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।