ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

পরিবারকে বাঁচিয়ে ‘হিরো’ বনে গেলো চার বছরের শিশু!

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০০ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৮
পরিবারকে বাঁচিয়ে ‘হিরো’ বনে গেলো চার বছরের শিশু! শিশু মেশা ফারল্যান্ড।

চার বছরের শিশু মেশা ফারল্যান্ড। সে তার ছোট ভাইয়ের সঙ্গে খেলছিল। মা আম্রি পাইনে ব্যস্ত তার কাজে। সবার অলক্ষ্যে আগুনের সূত্রপাত হয় তাদের বাড়িতে। অন্য সবার অগোচরে থাকলেও ছোট্ট শিশু মেশা আগুনের উৎস শনাক্ত করে পরিবারের সব সদস্যকে বাঁচায়।

তাই প্রত্যুৎপন্নমতি এ শিশুকে নিয়ে বেশ আলোচনাও শুরু হয়েছে। ব্যাপক প্রশংসাও হচ্ছে ছোট্ট শিশুটির।

সে রীতিমতো অঞ্চলটিতে ‘হিরো’ বনে গেছে।  

ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার জ্যাকসনভিলেতে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে প্রচুর আলোচনাও চলছে।

ছোট্ট শিশু মেশা জানায়, আমি ছোট ভাইয়ের সঙ্গে খেলছিলাম। হঠাৎ আগুনের শিখা দেখতে পাই। আর দেরি না করে দ্রুত মা’কে আগুনের কথা জানাই।

শিশুটির মা পাইনে বলেন, আগুন দেখার পর আমার মাথায় শুধু ঘুরছিল কীভাবে সবাইকে বাড়ি থেকে নিরাপদে বের করা যায়।

বাড়িতে আগুন লাগায় বেশ ক্ষয়ক্ষতি হলেও মা পাইনে বেশ খুশি। খুশির কারণও জানান তিনি। তিনি বলেন, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। কিন্তু আমি একটি উজ্জ্বল দিকও দেখতে পাচ্ছি। সে ‘হিরো’। তাকে নিয়ে আমার গর্ব হচ্ছে।

বাংলাদেশ সময়:০৯৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৮
এএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।